"বাবা- মাত্র দুটি শব্দ,কিন্তু এর বিশালতা অনেক বড়"

in #father6 years ago

20150512_221719 (2).jpg

২০১৫ সাল,রমজানের ১১দিন। খুব জোর দিয়ে মনে করতে হলো সেদিনটির কথা যেদিন আমি আমার বাবা কে চিরদিনের জন্য হারিয়েছিলাম।কারন আমার এখনো মনে হয় আব্বু আছে।এখনো মনে হয়, আব্বু অনেক ব্যস্ত তাই হয়তোবা আমাকে কল দেয়না।যখন বাসায় যাই,সারাদিন শেষে মনে হয় এই বুঝি আব্বু ফিরে আসতেছে বাসায়।এসেই আমাকে বলবে "কখন আসলি??শুধু তো মা কেই কল দাও,আব্বুর কথা মনে থাকেনা"
***বাবা মানে আশ্রয়,বাবা মানে বৃক্ষ।
***বাবা কখনো বুঝতে দেন না,তিনি কিভাবে সন্তানের মুখে অন্ন যোগান দেন।
***বাবাকে নিয়ে আমাদের সংস্কৃতিতে তেমন কোন আদিখ্যেতা নেই।
***আবার কিভাবে যেন তার মাঝেই পাওয়া যায় এক আকাশ নির্ভরতা আর একরাশ নিরাপত্তার অনুভূতি।
***সবসময় ভালো থাকুক বাবা নামের এই প্রিয় মানুষটি।
আব্বু মারা যাওয়ার কিছুদিন আগেই ছিলো বাবা দিবস,ঐদিন টাই ছিলো আব্বুর সাথে আমার শেষ কথা। বাবা, কখনো তোমাকে বলা হয়নি যে আমি তোমাকে অনেক ভালোবাসি।আল্লাহ তায়ালার কাছে তোমার জন্য এবং এই পৃথিবীর সকল বাবাদের জন্য দোয়া কামনা করছি।আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করেন।
-আমিন-

Sort:  

very emotional post... 😰

Father is a word of dedication, inspiration, motivation.

Emotional writing about father .
You have good writing skills keep it up.
Thanks

thank u so much for ur appreciation👍

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61956.82
ETH 2417.96
USDT 1.00
SBD 2.62