রোজায় ভাজা পোড়া

in #fasted7 years ago (edited)

আজ এক সেমিনার এ জানতে পারলাম যে, রোজার মাস এ গ্যাস্টিক এর ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয় ।

********কারনটা কি?

Answer: রোজার মাস এ আমরা ভাজা পোড়া খাবার বেশি খাই।

1442811774.jpg

গবেষণায় দেখা গেছে যে একজন রোজাদার ব্যাক্তির শরীর এর আলসার ও ডায়াবেটিকস এর রোগ নিয়ন্ত্রণে রাখে।
অথচ আমরা রোজার মাস এ বেশি আলসার এর ঔষধ কিনি

************কেনো??

''আল্লাহ'তালা'' বলেছেন
যে, রোজার মাস যদি
তোমার সংসার খরচ কমে যায় তাহলে বুঝবে তোমার রোজা সঠিক ভাবে হচ্ছে।

images (1).jpeg

তাই রোজায় ভাজা পোড়া খাওয়া বন্ধ করি এবং ঔষধ থেকে বিরত থাকি

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.041
BTC 94241.49
ETH 3242.34
USDT 1.00
SBD 6.97