পরিচয় পর্ব
আসেন পরিচয় পর্বটা সেরে নেয়া যাক
আমার পরিচয় দেবার মত তেমন কিছু নাই। তবুও বলি আমি একজন অতি সাধারণ নাগরিক। নাম আমার কে, বি, এম, রাহাতুল ইসলাম। আমরা চার ভাই বোন, আমি দ্বিতীয়। জন্ম ও বেড়ে ওঠা নওগাঁ জেলা শহরেই, মানে এস, এস, সি, পর্যন্ত। তারপর সেই যে ঢাকায় আসলাম পড়াশুনা ও তারপর চাকরির জন্য, আর ফেরা হয়ে ওঠে নাই, মানে মাঝে মাঝে বছরে এক থেকে দুবার ঈদের ছুটি ছাড়া।
আমার শৈশবটা ছিলো অনেক মধুর, বাসার কাছেই ছিলো অনেক বড় মাঠ, সাড়াদিন খেলতাম বন্ধু বান্ধবদের সঙ্গে, সেই সুন্দর সুখ স্মৃতি গুলো আজও তাড়া করে ফেরে। মনে হয় আবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম, তাহলে কতটাই না ভালো হতো। ঢ়াকা শহরে শুধু বড় বড় দালান কোঠা আর ব্যস্ত জীবন, বড় মাঠ বলতে স্টেডিয়াম, তাছাড়া খেলার যায়গা কই। সকালে ঘুম থেকে ওঠে জ্যাম ঠেলে অফিসে যাওয়া আর রাতে জ্যাম ঠেলে বাসায় ফেরা। এক ঘেয়ে ব্যস্ত জীবন, তারপরেও আমরা সব্বাই ঢ়াকা কেন্দ্রিক এবং ঢ়াকায় থাকি সকল সুযোগ সুবিধা থাকার জন্য।
আমার বাবা মৃত, মা গৃহিনী। আমি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছি । পাশাপাশি চেষ্টা করছি, সামাজিকীকরণের নতুন এই মাধমের সাথে নিজেকে সংযুক্ত করা, আর কিছু নয়। বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে আমি ব্লগিং শুরু করছি না। এবং কাউকে আঘাত বা হেয় বা কারো মতাদর্শকে ছোট করার জন্যও নয়। আমার লেখালেখিতে, অজান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আশা করি সকলের অনুপ্রেরণা ও সহযোগিতা আমার এই ব্লগ লেখালেখির জগৎটাকে অনেক সহজ করে দিবে.....
আজ এ পর্যন্তই। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন...
Excellent.
ধন্যবাদ কমেন্টের জন্য