poem
আমার প্রাণের সাঁই
আব্দুর রাজ্জাক
....................................................
তোরে চর্ম চোখে পাইনা দেখা
আমার হৃদ আরশির জ্যোতি নাই
কোথায় আছ কোন মঞ্জিলে
ওগো, আমার প্রাণের সাঁই ।।
কাছে পেয়েও খুঁজি দূরে
ঘুরে বেড়াই জগৎ জুড়ে।
কাবা- কাশি- বৃন্দাবনে
পীর- দরবেশ- ঋষির সনে
তালাশ করি জীবন ভরে
তবু পেলামনা তোর কাছে ঠাঁই ।।
ঘর ছেড়ে আজ স্বজনহারা
তবু তোমার পাইনে সাড়া
দয়া কর কাছে টেনে
যেন তোমায় কাছে পাই ।।
সবি দিলি দয়া করে
বেঁচে রইলাম জীবন ভরে
পাইলাম না তোর প্রেম -পরশ
কৃপা বিনে পরশ চাই ।।
০৬.০১.২০১৯
মল্লিকপুর,পীরগঞ্জ,ঠাকুরগাঁও।।