||যখন ছবি কথা বলে||

in #facebook6 years ago

এই ছবি ফিলিস্তিনের না, কাশ্মীরেরও না, এই ছবি আমার প্রানপ্রিয় বাংলাদেশের, যেখানে এখন বিএনপি সন্দেহে যে কাউকে গ্রেফতার করে পুলিশ।
আইনাল হক রানা একজন ব্যবসায়ী। বিএনপি সন্দেহে তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। আর যাওয়ার মুহূর্তে প্রাণপ্রিয় ছেলের গালে দিয়ে যাচ্ছে শেষ একটা চুমু। হয়ত বলছে, আবার দেখা হবে বাবা, লক্ষ্মী হয়ে থেকো, মাকে জ্বালিয়ো না।
এর আগে আমরা দেখেছি জামায়াত শিবির সন্দেহে মানুষকে গ্রেফতার করতে, এবার শুরু হয়েছে বিএনপি এর পালা।
একদিন আসবেই আসবে বাংলাদেশিদের পালা!!!FB_IMG_15470250617182919.jpg

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105094.83
ETH 3305.12
SBD 4.16