ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়ায় ফেসবুক বিমুখ হচ্ছে তরুণরা
ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিচ্ছে সে বিষয়ে সচেতন রয়েছে তরুণ প্রজন্ম। তথ্য হাতিয়ে নেওয়ায় ফেসবুক বিমুখ হয়ে পড়ছে তরুণরা। তাই ফেসবুকে থাকার সময় কমিয়ে আনার পাশাপাশি তারা এখন নিজেদের ফোন থেকে ফেসবুক অ্যাপটাও ডিলিট করে দিচ্ছেন।
গবেষণা ফার্ম নিলসনের তথ্য অনুযায়ী, ফেসবুকে সময় ব্যয় করার হার গত বছরের চেয়ে ৭ শতাংশ কমেছে। অন্য একটি গবেষণা কেন্দ্র পাও রিসার্চের তথ্য অনুযায়ী, জরিপে অংশ নেয়া ২৬ শতাংশ অংশগ্রহণকারী ফেসবুক অ্যাপটি ডিলিট করেছেন।
৪২ শতাংশ জানিয়েছেন, তারা অ্যাপটি থেকে কয়েক সপ্তাহের বিরতি নিয়েছেন, অন্যদিকে ৫৪ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, তারা প্রাইভেসি সেটিংস বদলেছেন। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এই হার ৬৪ শতাংশ। একই বয়সের ৪৪ শতাংশ তরুণ ফেসবুক ডিলিট করার কথা জানিয়েছেন।
গবেষণাটির জন্য যুক্তরাষ্ট্রে ২৯ মে থেকে ১১ জুন পর্যন্ত তিন হাজার ৪০০ ব্যবহারকারীর ওপরে জরিপ চালানো হয়।
Great post!
Thanks for tasting the eden!