facebook use properly

in #facebook7 years ago

Productive_Facebook! আজকাল তো আমরা খালি ঘাড় নীচা কইরা মোবাইলেই চোখ আটকাইয়া রাখি। কত্ত সময় দিতাছি এইডারে। আমার এক বস আমারে গালি দিয়া কইতো "অই মিয়া, মৌমাছি ফুল থিকা মধু লয় আর মাকড়শা লয় বিষ!" তা এই ফেবু হইলো ফুল এর মতো, এখন আমরা কি মৌমাছি হমু না মাকড়শা তা আমরা নিজেরাই ঠিক কইরা নেই! এইটারে আমরা এডিক্ট এর মতো খালি লাইক কমেন্ট এর মধ্যেই রাখমু না কি এর যে বিশাল অন্য এক জগত আছে তা থিকা কিছু নিমু তা এখনই decide করা দরকার।

এক কাজ করেন।

#Parallel_Space নামের একটা App নামায় নেন। এইটা দিয়া একটা মোবাইলেই দুইটা ফেসবুক একাউন্ট চালানো যায়। আপনের দুইটা ফেবু একাউন্ট থাকা দরকার। একটাও ফেক না - নিজের নাম, ছবি দিয়া দুইটাই আসল একাউন্ট। এর মধ্যে একটা নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য, বন্ধুদের বা আত্মিয় স্বজনদের জন্য, খাবার দাবার, ভ্রমণ, সিনেমা ইত্যাদি বিভিন্ন গ্রুপ এর জন্য ইত্যাদি।

আরেকটা?

আরেকটা হইতেছে নিজেরে improve, advance করার জন্য। এইটা দিয়া কি করবেন? বিভিন্ন পেজ ফলো করবেন, গ্রুপ এ জয়েন করবেন আর ভালো ভালো প্রোফাইল দেখবেন। এই গ্রুপ, প্রোফাইল, আর পেজ যাতে একটা ভালো, ব্যলেন্সড মিক্স হয় তা মনে রাখবেন - কিছু কিছু বিজনেস, Academics, বিজ্ঞান, খবর, Hobby, University, Book review ইত্যাদির মিক্স থাকতে পারে।

প্রতিদিন সকালে ১৫ মিনিট আর রাতে ১৫ মিনিট এই একাউন্ট এর নিউজফিড গুলা পড়বেন। ভালো ভালো হাই লেভেল প্রোফাইলে productive feedback সহ কমেন্ট করবেন। দিনে মাত্র ৩০ মিনিট। আর কিচ্ছু দরকার নাই। ৩০ দিন পরে দেখবেন। Social Media ব্যবহার এ এর চেয়ে উপকারী কি ব্যবস্থা আছে আমার জানা নাই।

কিছু কিছু গ্রুপ/ পেইজ/ প্রোফাইল যা ফলো করতে পারেন:

Futurism/ Refine the Mind/ Smithsonian
Give a shit about nature/ Aeon Magazine
Inc/ Entrepreneur/ Forbes/ Economist
Elon Musk/ Bill Gates/ Oprah/ Mark Zuckerberg/ Obama
Harvard University / MIT/ Oxford
CNN
Discovery/ Google
TED/ I fucking love science /Fast company
Mashable/ Business Insider
Tech crunch / Daily worth/ Life Hacker

There are hundreds of pages/ profile to follow, groups to join.

ভাই! সময় নষ্ট করেন, অসুবিধা নাই। সময় আপনের সম্পত্তি। তাও দিনে ৩০ মিনিট নিজেরে দেওয়া যায়? এত্ত লাইক, হাহা, মাইরালা সব কিছুর মধ্যে শুধু নিজের জন্য ৩০ মিনিট?

আপনে জানেন না কি হাতছাড়া হইয়া যাইতেছে!

আপনের ফেবু এডিকশন এর একটা ভালো alteranative.

Turn your addiction to a source of improvement!

Can you?

Note. ভালো গ্রুপ পেজ আর প্রোফাইল এর নাম কমেন্ট এ দিলে আমরা সবাই তা দেখতে পারি। Collectively শিখতে পারি।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.041
BTC 97752.40
ETH 3582.53
SBD 1.59