বস্তির ছেলে /কোটিপতি?

in #explanation6 months ago (edited)

1000024576.jpg
[ হ্যালো বন্ধুরা আমার নাম :- opkill6000 ] [আমি steemit তে নতুন একাউন্ট খুলেছি please আপনারা আমাকে সাপোর্ট করবেন ] [এটা হল আমার প্রথম ] [bangla movie explanation] আজকে আমি যে movie explain করতে যাচ্ছি। বেশি না 2009 সালে মুভিটা ৮ টি অস্কার পেয়েছে । চিন্তা কর কোন মুভি কত মারাত্মক হলে একা ২৪টি অস্কার!! থেকে ৮টি অস্কার 🙀 [তো বেশি কথা না বলে বন্ধুরা মুভিটা আমরা শুরু করি] তো মুভি শুরুতে আমরা JAMAL MALIK নামের একটি ১৮ বছরের ছেলেকে দেখতে পাই । কল সেন্টারের একটি চা বিক্রেতা এছাড়াও JAMAL বড় হয়েছে। মুম্বাইয়ের বস্তিতে ফলে পড়ালেখা তার ভাগ্যে জুটলো না। কিন্তু ভাগ্যের লীলা খেলায় আজ সে উপস্থিত হয়েছে একটি বিখ্যাত রিয়েলিটি শোতে তার নাম হলো:- কোন বানেগা কারোর প্রতি । এই রিয়েলিটি শো এর নাম তোমরা তো কখনো শুনেছো তো যারা জানো না তাদেরকে বলি রাখি এটা এমন একটি বিখ্যাত শো সেখানে শোয়ের একটি প্রতিযোগীকে ১টি প্রশ্ন জিজ্ঞেস করবে সে প্রতিযোগীকে আর সে প্রতিযোগীকে ৪টি প্রশ্ন দেবা হবে সে প্রতিযোগী যদি এই ৪টি প্রশ্ন থেকে সঠিক উত্তর দিতে পারে তো সে প্রতিযোগী দুই হাজার টাকা থেকে দুই কোটি টাকা জিতেনিতে পারে কিন্তু যদি প্রতিযোগী ভুল উত্তর দেয় তো সব টাকা প্রতিযোগী হেরে যাবে তো দেখা যায় জামাল এর মধ্যে ৮টির প্রশ্নের উত্তর দিয়ে এক কোটি টাকা জিতে নিয়েছে কিন্তু একজন পড়ালেখা না জানা ছেলে যে কিন্তু বস্তিতে মানুষ হয়েছে সে কিভাবে এত কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়ে কোটি টাকা জিতে নিয়ে গেল সেটা কিন্তু একটি অলৌকিক ব্যাপার তাই এসো এর প্রডু স্যারের মনে সন্দেহ জাগে এই ছেলে তাদের সাথে কোন চিটিং করছে তাই সে ফাইনাল এপিসোডে যাবার আগে পুলিশের হাতে তুলে দেয় জানি পুলিশ তার উপর ইনভেস্টিগেট করতে পারে তারপর পুলিশ তাকে থানা নিয়ে যাবার পর পুলিশ তাকে অনেক টর্চার করে তারপরে তাকে জিজ্ঞেস করে বল তুই চিটিং কিভাবে করেছিদ তোর কাছে কি কোন মাইক্রোচিপ আছে অডিয়েন্স এর মধ্যে কেউ আছে যে তোকে সব কিছু বলে দিচ্ছে এই শুনে জামাই বলল আমি কোন চিটিং করিনি এইসব প্রশ্নের উত্তর আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা থেকে পেয়েছিল বা তার ভাগ্য ছাড়া আর কিছুই না এ শুনে পুলিশরা মোটেই বিশ্বাস করলো না 😝 সরি বন্ধুরা এই পাঠটা শুধু এ পর্যন্ত আর পুলিশ জামালের সাথে কি করলো আর জামালের কথাটার মানে কি সে এইসব প্রশ্নের উত্তর নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনা থেকে পেয়েছে আর এইসব তার ভাগ্য [ আর এই মুভিটার মধ্যে আগে কি হবে তা যদি আপনি জানতে চান তো আমাকে নিশ্চিত কমেন্ট করবেন ] [আর আমি যেন পাঠ ২ এনি তা কমেন্ট করবেন ]গুডবাই বন্ধুরা আমি আপনাদের সাথে দেখা করব পাঠ ২ তে😝?

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95665.65
ETH 2816.40
SBD 0.67