প্রত্যাশা এবং প্রাপ্তি।
হ্যালো বন্ধুরা
সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।
প্রত্যাশা বলতে সাধারণত কোন কিছু পাওয়ার বা লাভ করার তীব্র ইচ্ছা ও আকাঙ্ক্ষা কে বুঝিয়ে থাকে। প্রতিটি মানুষ জীবনে কারো না কারো কাছে প্রত্যাশা করে থাকে। মানুষ স্বভাবতই প্রত্যাশা প্রেমী হয়ে থাকে। পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষ জীবনে কোন প্রত্যাশা করে না। প্রত্যাশা মানুষের চাওয়া পাওয়ার ইচ্ছা কে তীব্র থেকে তীব্র তর করে তোলে। আমরা সাধারণত আমাদের আপনজনদের কাছ থেকে প্রত্যাশা করে থাকি। প্রত্যাশা কথাটির সাথে ভালোবাসা কথাটি গভীরভাবে জড়িয়ে আছে। কেননা প্রত্যাশা অর্থই হলো কোন কিছু পাওয়ার তীব্র আশা।আমিও ঠিক এর ব্যতিক্রম নই,আমার সবসময়ই একটাই চাওয়া তা হলো আমার মেয়েরা যেনো ভালো মানুষ হিসেবে গড়ে উঠে, এবং সাথে সাফল্যের সহিত জীবনযাপন করতে পারে।
আমি সঙ্গীত প্রিয় একজন মানুষ তা অনেকবার অনেকভাবে আপনাদের সাথে শেয়ার করেছি।আমি নিজে গান শিখতে পারিনি বলে মেয়েদের গান শেখানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।মেয়ে মোটামুটি ভালোই গানের প্রাকটিস করছিলো কিন্তু এখন লেখাপড়ার চাপে পড়ে গান আর ঠিকমতো করতে পারেনা।এবছর লেখাপড়ায় বেশি মনোযোগ দিতে হবে তার কারন আগামী বছর ওর এস এস সি পরীক্ষা।তারপরও প্রতিদিন একবার হলেও গান করতে বসে গানটা ওর মনের সাথে মিশে গেছে তাই সময় না পেলেও প্রাণের টানে গান করার চেষ্টা করে।
ওদের স্কুলে প্রতি বুধবার ও বৃহস্পতিবার টিফিন টাইমের পর এক ঘন্টা গানের ক্লাস হয়,স্কুলের সব মেয়েরা বিনে পয়সায় গান শিখতে পারে।স্কুলের বেশিরভাগ মেয়েই গান শেখে।স্যার গান শেখাতে এসে বসে থাকে আর আগে আমার বড় মেয়ের গান দিয়ে শুরু করে এবং ওকেই শেখাতে বলে।আমার মেয়ে যতটুকু জানে ততটুকুই শেখানোর চেষ্টা করে সব মেয়েরা ওর গান শুনতে খুবই পছন্দ করে এবং ওর কাছেই সবকিছু শিখে নেয়।স্যার আমার মেয়ের উপর ছেড়ে দিয়ে নিশ্চিতে মনে বসে থাকেন।
গানের ক্লাস চলাকালীন সময়ে স্কুলের ইংলিশ এর ম্যাডাম নাহিদ ম্যাম ওর গান শুনে এবং তার খুব ভালো লাগে সেই থেকে ম্যাম ওকে ধরেছে তাঁর মেয়েকে গান শেখানোর জন্য,কিন্তু আমার মেয়ে তো বলছে ম্যাম আমি তেমন কিছুই পারিনা ওে কিভাবে শেখাবো?ম্যামের একটাই কথা তুমি যতটুকু পারো তাই শেখাও। মেয়ে স্কুল থেকে এসে আমাকে বিস্তারিত জানালো আমি তো প্রথমে একদম রাজি না কারন আমি কখনোই ভাবিনা যে আমার মেয়ে এই বয়সে এগুলো করবে তার কারন হলো ওদের নিয়ে আমার অনেক স্বপ্ন সেগুলো পূরণ করার জন্য ওদের অনেক সময়ের দরকার।আমি।এক কথায় না করে দিয়েছি।পরেরদিন মেয়ে আবার স্কুলে গেছে নাহিদ ম্যাম আবারও ওকে ধরেছে গান শেখানোর জন্য মেয়ে তো আমার ভয়ে কিছু বলতেও পারেনি শুধু বলেছে মাকে বলি তারপর আপনাকে জানাবো।আবারও এসে আমাকে বললো তখন আমি ভেবে দেখলাম স্কুলের ম্যাডাম এতো করে যখন বলছে তখন আমার না করাটা ঠিক হচ্ছে না, তখন ওকে বললাম যে গান শিখলে আমাদের বাসায় এসে শিখতে হবে আমি তাদের বাসায় তোমাকে যেতে দিবো না।মেয়ের আমার কথামতো ম্যাম কে বলছে ম্যাম তাতেই রাজি।
একদিন ওনার মেয়েকে আমার মেয়ের সাথে পাঠিয়ে দিয়েছে বাসা চেনার জন্য। তারপর থেকে সপ্তাহে দু'দিন শুক্রবার,শনিবার মৃন্ময়ী আমাদের বাসায় গান শিখতে আসছে।আমার মেয়ে যখন গান শেখায় আমি দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখি আর মনে মনে ভাবি বেশ ভালোই শেখাচ্ছে আমি কখনোই কল্পনাও করিনি যে আমার মেয়ে কাউকে গান শেখাতে পারবে।এটা আমার কাছে প্রত্যাশার চেয়েও অনেক বড় প্রাপ্তি বলে মনে হচ্ছে। আমি সবসময়ই চেয়েছি আমার মেয়ে গান শিখবে, যখন ওরা গান গাইবে আমি বসে থেকে শুনবো এটাই আমার জন্য অনেক।কিন্তু এখন না চাইতেই ও অন্য কে গান শেখাচ্ছে এটা আমার চাওয়ার চেয়ে পাওয়া বেশি। মন থেকে না চাইলেও কিন্তু এখন আমি অনেক খুশি তাই ভাবলাম খুশির মুহুর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করি তাই বর্ষা ও ওর ছাত্রী মৃন্ময়ীর কিছু সুন্দর মুহুর্ত শেয়ার করলাম।
আপনারা সকলেই আমার মেয়ের জন্য আশীর্বাদ,দোয়া করবেন।আগামীতে যেনো আরও অনেক ভালো কিছু করতে পারে,এবং আমি সেই মুহুর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করে শেষ করছি।
OR
আপনার মেয়ে সুন্দর গান করে। স্কুলে গানের ক্লাসে প্রশিক্ষকের ভূমিকা পালন করছে ,যেনে ভাল লাগলো দিদি।আরো ভাল লাগলো স্কুলের ইংলিশ টিচারের মেয়েকেও গান শেখাচ্ছে। আপনার মেয়ের মাধ্যেমে প্রত্যাশা ও প্রাপ্তি শুরু হয়ে গেছে। শুধু খেয়াল রাখবেন সামনে যেহেতু গুরুত্বপূর্ণ পরীক্ষা তার প্রস্ততির যেন ঘাটতি না থাকে। আপনার মেয়ে ও আপনার জন্য শুভ কামনা।
জ্বি আপু সামনে ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা তার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি,যাতে করে ভালো কিছু করে।কিছু ম্যাডামের কথা ফেলতে না পারার জন্যই বাধ্য হয়ে দিতে হলো। দোয়া করবেন আপু। ধন্যবাদ।
যাক আপু আপনার আশা তাহলে পূর্ণ হলো।আপনি ঠিক করেছেন আপু ক্লাসের ম্যাডাম যেহেতু বারবার বলেছে, সেই ক্ষেত্রে অনেক ভালো হয়েছে। আসলে এভাবে শিক্ষা দিতে পেরে ওর আরো চর্চা হয়ে যাবে। তবে আপু সামনে যেহেতু পরিক্ষা শুধু একটু খেয়াল রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
জ্বি আপু স্কুলের ম্যাডামের কথা রাখার জন্যই রাজি হয়েছি তাছাড়া আমার এরকম কোনো চিন্তা মাথায় নেই। হ্যাঁ আপু পরীক্ষার কথা সবসময়ই খেয়াল করেই এখন অনেক কিছু করা হয় না। সুন্দর করে মতামত ও পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
প্রত্যেকটা মানুষ তার প্রিয় মানুষের কাছে প্রত্যাশা রাখি আর এটা খুবই স্বাভাবিক। তবে যতটা সম্ভব প্রত্যাশার পারদ কমিয়ে আনা নাহলে জীবনে অনেক দুঃখ পেতে হয়। আর আপনার মেয়ের জন্য অনেক শুভকামনা রইল যেনো তার সামনের দিনগুলো সাফল্যমন্ডিত হয়।
আপু মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গেলেন। আপনি চেয়েছিলেন আপনার মেয়ে গান শিখে আপনার সামনে গান গাইবে। আর আজ সে আপনার সামনে অন্য একজনকে শিখাচ্ছে। যা চেয়েছেন তার থেকে বেশি পেয়েছেন। ধন্যবাদ আপু।