An Evening

in #evening6 years ago

This is my 1st post at Steemit. I have got many emotions with these pictures. I saw a famous rhyme taught by mom when I saw the moon at night with a small belt. The string Jatindra Mohan Bagchi wrote
The name is "Kajla didi"
The story is very similar;
A little baby is waking up night with his mother, where his big sister is gone. But mother can never answer a little child's question; Because her eldest sister has not returned, that means she died.
The little baby who always remembered the rhyme that his sister always kept, played with her, was sleeping alone, and the baby had the fertility of her sister.
This child is not willing to believe that the sister died.

20180815_190447.jpg

A few days ago I went out in the evening to watch the moon on the head of the bamboo garden and all the emotions were gathered together.
Hope to enjoy my favorite rhyme and picture of my country with pleasure.
The photo is by my own clicked mobile phone. Time: 8th August, 2018

কাজলা দিদি
যতীন্দ্রমোহন বাগচী

বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই
মাগো, আমার শোলক-বলা কাজলা দিদি কই?
পুকুর ধারে, নেবুর তলে থোকায় থোকায় জোনাই জ্বলে,
ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই;
মাগো, আমার কোলের কাছে কাজলা দিদি কই?
সেদিন হতে দিদকে আর কেনই-বা না ডাকো,
দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?

খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি, তখন
ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো,
আমি ডাকি, - তুমি কেন চুপটি করে থাকো?
বল মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল-বিয়ে হবে!
দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে-
তুমি তখন একলা ঘরে কেমন করে রবে?
আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে!

ভুঁইচাঁপাতে ভরে গেছে শিউলি গাছের তল,
মাড়াস নে মা পুকুর থেকে আনবি যখন জল;
ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে,
দিস না তারে উড়িয়ে মা গো, ছিঁড়তে গিয়ে ফল;
দিদি এসে শুনবে যখন, বলবে কী মা বল!

বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই
এমন সময়, মাগো, আমার কাজলা দিদি কই?
বেড়ার ধারে, পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোঁপে-ঝাড়ে;
নেবুর গন্ধে ঘুম আসে না- তাইতো জেগে রই;
রাত হলো যে, মাগো, আমার কাজলা দিদি কই?

Sort:  

This kind of stories seems to be suitable to Bangladesh world @rujana

Awesome photo and story

Congrats

Peace & Blessings

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.26
JST 0.039
BTC 94989.60
ETH 3389.39
SBD 1.57