New place but nice food 💘🍴

in #esteem7 years ago (edited)

মিরপুরে এসেছি,খুব বেশি চিনিনা এখানকার রেস্টুরেন্টগুলো। একটার কথা খুব শুনেছি।শোনা কথা বিশ্বাস খুব কম হয়। তাই নিজেই চলে গেলাম সেই রেস্টুরেন্ট এ। Tour de Cyclist নাম। প্রথমে নামটাই ইন্টারেস্টিং। ভিতরে ঢোকার পর বেশ গোছানো মনে হলো। এনভাইরনমেন্ট বেশ সুন্দর। Steak অর্ডার করলাম। ১৫ মিনিট পর খাবার চলে আসলো। দেখতে খুবই লোভনীয় লাগছিলো। ভয়ে ছিলাম আসলেই কেমন টেস্ট হয়! কিন্তু না বেশ ভালো টেস্ট ছিলো।মিরপুরে আসলে টেস্ট করে যেতে পারেন। যারা সাইক্লিং করেন তাদের কাছে Environment ১০ এ ১০ লাগবে।
image
Steak:French fries:Mushroom
Price:320
Environment : 8/10
Taste: 9/10
Service: 10/10

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.27
JST 0.041
BTC 97937.87
ETH 3625.44
SBD 2.31