KABSA 😁✌

in #esteem7 years ago

সারা দিন অফিস করে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে এরাবিয়ান কাবসা(কেউ কেউ খ্যাবসা ও বলে) খাওয়ার উদ্দেশ্যে আমরা ৪ বন্ধু চলে এলাম Bunkers এ।

খাবার টা আসার সাথে সাথে এর চেহারা দেখে খিধা আরো ৩/৪ গুন বেরে গিয়েছিলো।

একদম চেটেপুটে পুরোটা খেলাম সবাই মিলে এবং রীতিমতো ঢোল হয়ে বাসায় ব্যাক করলাম।

যা যা আছে এখানে:
১. এরাবিয়ান কাবসা প্ল্যাটার। এটাতে একটা আস্ত চিকেন থাকে এবং যেটা স্মোকী ফ্লেভারের। আর প্লেট এর সাইডে সিদ্ধ ডিম এবং শষা দিয়ে সাজানো থাকে।
২. চিকেন কারী থাকে এবং এখানে ছোট ছোট চিকেন এর পিস পাওয়া যায় ঝোল এর সাথে।
৩. সালাদ
image
ওভারল রেট: ৯.৫/১০
প্রাইস: ১০৯৯ টাকা!
প্লেস: Bunkers, Khilgaon.

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.27
JST 0.041
BTC 98029.88
ETH 3631.63
SBD 2.32