ভালোবাসা মানেই কি অপরাধ যদি তাই হয় তাহলে ভালোবাসা কেনো পৃথিবীর বুকে সৃষ্টি হলো??
তুমি ভালো থেকো অন্যের ভালোবাসায়।আমি
না-হয় ভালো থাকবো তোমার ভালো থাকায়।।
যে ছেলেটা কখনো রাত জাগত না। তোমার জন্য সে রাত জাগতে শিখেছে। তোমার সাথে মধুর ফোনালাপের জন্য যখন তুমি তাকে কষ্ট দিয়ে চলে আসবে তখনও সে রাত জাগবে। তোমার ফোনের অপেক্ষা করবে। হয়তো অনেক বার তোমার নাম্বারে কল করবে।
কিন্তু ওপার থেকে হয়তো আওয়াজ ভেসে
আসবে।ফোননাম্বার ব্যস্ত অাছে অথবা ফোননাম্বার বন্ধ অাছে।তখনও সেই মানুষটি রাত জাগবে। হয়তো
সারারাত বসে কাদবে। আবার হয়তো বা
হাত কেটে রক্ত ঝড়াবে ।কারণ এক ফোটা চোখের জল বের হতে যতটুকু কষ্ট হয় এক ফোটা রক্ত বের হতে তার
চেয়ে অনেক কম কষ্ট হয়।মানুষটিকে হারিয়ে আপনি যখন বন্ধুদের সাথে বার্তায় বা আড্ডায় মেথে থাকেন
তখন মনে পড়বে ঐ পাগল ছেলেটির কথা।
যখন কারো জীবনের বাস্তব ভালোবাসার
কথা শুনবে তখন মনে হবে তোমার পাগলটির কথা।
বুঝতে পারবেন তার শূন্যতা। চোখের
কোন থেকে এক ফোটা জল
কখন যে পড়বে আপনি নিজেও বুঝতে
পারবেন না।মাঝরাতে যখন ঘুম ভেঙ্গে যাবে তখন মনে
হবে তাকে তার মায়াবী চেহারাভেসে উঠবে চোখের সামনে।তখন আপনি নিজেকে কন্ট্রোল করতে
পারবেন না। চিৎকার করবেন কিন্তুু তাকে ফিরে পাবেন না।প্রতিটি পদে পদে তাকে মিস করবেন আপনি। তার গুরুত্ব বুঝতে পারবেন।মাঝে মাঝে তাকে ভুলে একটু ঘুমানোর জন্য কারন কাউকে কাদিয়ে কেউ কখনোই সুখী হতে পারে না।এটাই হলো মানুষের জীবনের বাস্তবতা।
ভালোবাসা অপরাধ না। তবে ভালবাসার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে।
আসলে ভালোবাসা নিষ্পাপ কিন্ত এটিকে অপরাধী করে তারা যারা প্রেমের নামে করে মিথ্যে ছলনা.....!