what is MBM?

in #esteem7 years ago

১। এমবিএম কি? এমবিএম এবং এমবিএ কি এক?
-এমবিএম এর পূর্ণরূপ - মাস্টার্স অফ ব্যাংক ম্যানেজমেন্ট।
ব্যাংক পরিচালনায় স্নাতকোত্তর ডিগ্রী হলো এমবিএম।
এমবিএ এর পূর্ণরূপ হলো মাস্টার্স অফ বিজনেস এডমিনিস্ট্রেশান।
ব্যবসায় প্রশাসনের উপর স্নাতকোত্তর ডিগ্রী হলো এমবিএ।
কাজেই দু'টো আলাদা সেক্টর। তবে দু'টি ডিগ্রীতে কিছু কোর্স মিল থাকবে।
২। বিআইবিএম কারা পরিচালনা করে?

  • বিআইবিএম এর নিজস্ব গভর্নিং বডি। মূলত: বাংলাদেশ ব্যাংক
    ৩। বিআইবিএম থেকে এমবিএম সম্পন্ন করলে সার্টিফিকেট প্রদান করে কোন প্রতিষ্ঠান থেকে?
  • ঢাকা বিশ্ববিদ্যালয়। BIBM DSBM ঢাকা বিশ্ববিদ্যালয় affiliated.
    ৪।বিআইবিএম এ কেন পড়বো?
    -ব্যাংকিং শেখার জন্য। দেশের শীর্ষ ব্যাংকিং শিক্ষা প্রতিষ্ঠান বিআইবিএম।
    ৫।বিঅাইবিএম এ কোন বিভাগ থেকে পরিক্ষা দেওয়া যাবে?
    -সকল বিভাগ
    ৬। বিআইবিএম এমবিএম এডমিশান পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেব?
    -BIBM MBM Admission Test এ ২টি Section থাকে।
    ১। MCQ- 100 marks
    ২। Writing Ability - 50 marks
    MCQ পার্টে সময় থাকে ১ ঘন্টা ৩০ মিনিট।
    ৯০ মিনিটে ১০০ নাম্বার আন্সার করতে হবে। প্রতিটা প্রশ্ন উত্তর করার জন্য তাই সময় পাচ্ছেন ১ মিনিটের ও কম। আরও Specific ভাবে বলতে গেলে ৫৪ সেকেন্ড। এখানে বলে রাখি, BIBM এডমিশান টেস্টে কোন নেগেটিভ মার্কিং নেই (যদি থাকে, তবে তা আন্সার শিটের প্রথম পেইজে লেখা থাকবে, সাধারণত থাকে না) । তাই পরীক্ষার হলে কোন উত্তর না জানলেও টি-20 খেলে আসাটাই বুদ্ধিমানের কাজ। চেষ্টা করবেন ১০০টি উত্তরই দাগাতে।
    MCQ পার্টে ৪টি সেট থাকে। এগুলোর প্রিপারেশন নিয়ে হাল্কা কিছু সাজেশান দিচ্ছি: (আমি নিতান্ত ক্ষুদ্র মানুষ। কোন প্রকার কোচিং এর সাথে জড়িত নেই কাজেই কোন বই সাজেস্ট করলে ভেবে নিবেন যে ওটা আমার ভাল লেগেছে তাই লিখেছি। ইহা ব্যতীত আর কোন শানে নুযুল নেই )
    ১।ম্যাথ-৩০টি প্রশ্ন- আপনি যদি ম্যাথ এ খুব বেশি দূর্বল হয়ে থাকেন ক্লাশ এইট-নাইন-টেনের জেনারেল ম্যাথ বই দিয়ে শুরু করুন।
    অতপর Saifur's math শেষ করুন। তারপর Mentor's MBA এর ম্যাথ পার্ট। ব্যস, এতদূর শতভাগ করতে পারলে ম্যাথ পার্টে মুটামুটি ভাল মার্ক পেয়ে যাবেন। পারলে NOVA math BIbleটাও করে ফেলতে পারেন।
    ২। ইংরেজি-(২৫-৩০টি প্রশ্ন)- ইংরেজিতে খুব দূর্বল হলে গ্রামার শুরু করবেন Advanced Grammar Book দিয়ে। প্রচুর ইংলিশ মুভি দেখা সহায়ক। ইহা একটি বিনোদনমূলক শিক্ষা প্রক্রিয়া
    অতপর Cliff's Toefel বইখানা পড়ে ফেলুন। তারপর Saifur's grammar, saifur's ইংরেজি= পানি বইগুলো সহায়ক।
    Vocabulary এর জন্য Word smart 1 আর 2 যথেষ্ট।
    Analytical Ability-(১০-১৫টি প্রশ্ন): কোনরকমে GRE BIG BOOK থেকে ২৭টি মডেল টেস্টের পাযল আর ক্রিটিকাল রিযনিং শেষ করতে পারলে কাজ শেষ।
    General knowledge (10 টি প্রশ্ন): Current world আর দৈনিক পত্রিকা।
    এবার আসি Writing section এ।
    Writing abllity তে মার্ক থাকে ৫০, সময় থাকে ৬০ মিনিট।
    আইটেম থাকবে: ৪টি।
    আমাদের বার এসেছিল: Essay, precis, translation আর paragraph .
    সব গুলোয় আন্সার করে আসা উচিত।
    এজন্য Free handwriting চর্চা অত্যাবশ্যক।
    প্রচুর পরিমাণ ইংরেজি পড়বেন, আর সেই অনুসারে free handwriting practice করবেন।
    নির্ভূল ইংরেজি লিখতে পারাটা একটি আর্ট। আর আর্ট মানেই perfection..
    ৭। রিটেনে চান্স পেলে VIva পরীক্ষা হয়? VIVA পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুত করবো নিজেকে
  • হ্যা , হয়।
Sort:  

MBM?what is this?master of bank management??

This comment has received a 0.27 % upvote from @booster thanks to: @prince60.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98083.48
ETH 3476.77
USDT 1.00
SBD 3.24