Secluded signature!

in #esteem7 years ago

image

♦ ♣ ♦
If you
do not know without knowing, you have to lose this way,
without understanding , raise your hand -
understanding zero!
What was your desire to
fly in the sky ? What was your sin in
your eternal depth
?
There are all the depths of the story -
personal talk is not just a leisure;
There is also a fatigue in the heart,
silence is not desirable, you want the answer!
The red rose has increased
only in the thorns of faith,
but if
you have passed thousands of times, dear - you will feel like it - in the breath.
Then why are so much
pain in the chest,
or somebody's eyes
flutter in the sun, right?
Today, in the heart of my heart
is the letter of your name;
If you come silently, and you lose silently, if you
leave it alone - the signature sign
♦ ♣ ♦

image

না জেনে ভালোবাসতে গেলে
বুঝি এভাবে হারাতে হয়,
না বুঝে হাত বাড়ালে-
বুঝি শূণ্যতা জড়িয়ে নেয়!
তোমার অনুভূতির আকাশে
উড়তে চাওয়া কি অপরাধ ছিলো?
তোমার অনন্ত গভীরতায়-
ডুবতে চাওয়া কি পাপ ছিলো?
সব কথার গভীরতা আছে-
একান্ত আলাপ শুধু অবকাশ নয়;
হৃদয়েরও একটা ক্লান্তি আছে
নীরবতা কাম্য নয়, উত্তর চাই!
লাল গোলাপ বাড়িয়েছিলাম
শুধু কাঁটা বিঁধলো বিশ্বাসে,
সহস্রজনম পেরিয়ে গেলেও প্রিয়-
তুমি রবে অনুভবে- নিঃশ্বাসে।
তাহলে কেনো এতো এতো
ব্যাথা এসে জমা হয় বুকে,-
নাকি কারো চোখের জলে
ইচ্ছে করেই ভাসতে থাকো সুখে?
আজ আমার হৃদয়ের নিভৃতে
শুধু তোমার নামের অক্ষর;
নিঃশব্দে এলে, আর নীরবে হারালে,
রেখে গেলে শুধু- নির্জন স্বাক্ষর।
♦♣♦

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 100671.43
ETH 3655.73
USDT 1.00
SBD 3.14