Sajabaje decorate life delicate

in #esteem7 years ago

image

Do not look at the moon in the sky lap,
I thought to bring some
will just thought the moon
decorates dressed enchanted life |
I will keep you in the lap of dreams, I will keep
praying for
time, and I will
stop dreaming for a while.
The soul knows that the truth is
from the life, the dream of the garden,
you catch it in the dream of every
heart.
Life is just physical!
Only materialism will be involved!
People want such a life!
Why is the only poetry poetry!
It is understandable to find
some similarities between materialism and illusory,
but we can
understand that materialism is stupid.
In fact, I have found
another body caught up in the
body lost, not an empty
dream that could spell |
You
look up in the lap of your dreams, you
will not be lost in intense darkness , some day,
I know you will defeat me.

image

দেখব না চাঁদ আকাশের কোলে
তোমায় আনব ভাবনার মাঝে
দেখব শুধুই ভাবনায় চাঁদ
সাজাব জীবন মায়াময় সাজে|
তোমায় রাখব স্বপ্নের কোলে
নিভৃতে করে যাব আলাপন
সময়কে অনুরোধ করে যাব
স্বপ্নের তরে থামে কিছুক্ষণ|
প্রাণ যে সত্য সকলেই জানি
প্রাণ থেকে পাই স্বপ্ন বাগান
তুমি ধরা দাও প্রতিটি স্বপ্নে
এখানেই অভিসারে মাতে মন|
জীবন কি শুধু হবে দৈহিক!
জড়িয়ে পড়বে শুধু জড়বাদে!
এমন জীবন কেন চায় লোক!
কেন নিসর্গ শুধু কাব্যতে!
জড়বাদ আর মায়াময় মাঝে
কিছু সাদৃশ্য খুঁজতেই থাকি
মিল নেই এ তো বুঝতেই পারি
বুঝতেও পারি জড়বাদ ফাঁকি|
বাস্তবে আমি তোমাকে পেয়েছি
পরস্পরের দেহ জড়িয়েছি
দেহ হারিয়েছি, হইনি শূন্য
স্বপ্নের মায়াজালে যে পাচ্ছি|
স্বপ্নের কোলে তুমি ফুটে ওঠো
দেখা দাও তুমি নিবিড় কালোতে
হারিয়ে যাবে না কোনোদিন, জানি
আমিই হারাবো মিশতে তোমাতে|

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101211.27
ETH 3680.97
USDT 1.00
SBD 3.14