Cuckoo china

in #esteem7 years ago

image

The mother of the cuckoo dancer
Tathai Tata; Who has given the
house to the eggs
The stupid fool is the sparrow
;
The cute cuckoo
has two eggs in it .
In absolute
terms, '
two eggs in the
little house of crows'
He gave food like his own baby, so much so that
his
mother was ashamed.
One day, who does not call the
two to whom he calls
,
so mother does not call.
Said Mae Ka-ka
Sana Peak to Peak-
born Peake took the students
really just-right.
The angry crocodile
cries out loud;
Come on, earning money, earning money, and
your neck.
FIC-FIC laughs
at the end of the chanera
will see the next one day the
mother of the cuckoo

image

নূরুল ইসলাম
কোকিল ছানার মাতা
নাচে তাথৈ তাতা;
ডিম পেরেছে বাসায়
কাকে দিয়েছে তা।
অবুঝ বোকা কাকটা
যেই দিছে ফাঁকটা;
চতুর কোকিল তাতে
ডিম পেড়েছে দুইটা।
পরম যতন করে
তা’-এ ডিমের পরে
ফুটায় দুইটি ছানা
কাকের ছোট্ট ঘরে।
নিজের ছানার মতো
খাবার দিলো ততো
আদর সোহাগ করে
মায়ের ছিল যতো।
এক দিন সেই কাকে
ছানা দুইটি ডাকে
কথা কেন কয় না
ডাকে না-তো মাকে।
মায়ে বলে কা-কা
ছানা বলে পিক-পিক
জন্ম নিলো পিকের ছা
আসলেই ঠিক-ঠিক।
রেগে-মেগে কাক বলে
ওরে পিক নিলি ছলে;
আয় ছানা আয় কাছে
টিপে ধরি তোর গলে।
ফিক-ফিক হেসে হেসে
ছানা বলে গেল শেষে
দেখা হবে আরেক দিন
কোকিলের মা বেশে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.037
BTC 102149.04
ETH 3145.11
SBD 4.66