হারানো বন্ধু

in #esteem7 years ago

অনেক কিছু হারিয়ে যায়
সকাল থেকে রাত
পাশাপাশি হারিয়ে যায়
আঁকড়ে ধরা হাত;
প্রথম প্রেমে হারিয়ে গেছে
টুকরো হওয়া মন,
হারিয়ে গেছে চলতি পথে
বন্ধু কত'জন -
সবকিছু সেই হারিয়ে যাওয়া
আবার খুঁজে ফিরি
পৃষ্ঠাগুলো স্মৃতির খাতার
আপন মনেই ছিঁড়ি ;
যখন দেখি কল্পনাতে
তোমার হাসিমুখ
অনেক খানি দুঃখের মাঝেও
একটু খানি সুখ--
যাও হারিয়ে কেন বলো
বড়ই অবহেলায়
আজকে কেন সেই মুখটাও
ঝাপসা হয়ে যায়...??

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.21
JST 0.038
BTC 95687.43
ETH 3622.07
SBD 3.85