How is the corona viras spreading..

in #esteem5 years ago

hp2i99.jpg
করোনা ভাইরাসে বিধ্বস্ত চীন। এছাড়াও বেশ কয়েকটি দেশ থেকেই করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে। এই ভাইরাসে চীনে ১৩৫ জন মারা গেছে। দেশটিতে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ হাজারের ও বেশি মানুষ।।
49mlzc.jpg
করোনা ভাইরাস এমন একটি ভাইরাসজনিত রোগ । যার কারণে শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে।
এই ভাইরাসটি প্রতিকার হিসেবে এখনও পর্যন্ত উন্নত মানের ঔষধ তৈরি হয় নি,,,
g0clfq.jpg
প্রথমে চীনে ২০০২ সালে বিড়াল থেকে এই ভাইরাসের উৎপত্তি হয়।
বর্তমান চীন এছাড়াও ভারতে এই ভাইরাস ধরা পড়েছে।। আল্লাহ তায়ালার কাছে আমরা সবাই চাইবো যাতে এই ভাইরাস আমাদের দেশে না আছে।।
যদি এ ভাইরাস আমাদের দেশে আসে তাহলে অনেক মানুষ মারা যাবে। শুধু তাই নয় ৭৬ দুর্ভিক্ষ দেখা দিতে পারে।
আল্লাহ তুমি এই ভাইরাস থেকে আমাদের রক্ষা করুন।
আমিন,,
@Challengedac..

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.24
JST 0.040
BTC 94317.87
ETH 3250.38
SBD 7.04