This is life,

in #esteem7 years ago

image

From the very beginning of life, I
have been able to overcome the waves.
Always new,
gradually step by step.
This is life, this is the family, the
pagan people who have been killed.
This world is yours,
happiness is the house of sadness.
Out of childhood, adolescence, youth, beyond
strength, continue to hold the argument.
The morning came and said, in the ocean of
space , the space is empty .
See life, feel the feeling, with life,
who is yours, after that, understand the end.
If I knew that in the morning,
I did not have trouble , I did not have trouble in the vase .
What's new in Livelam, new life?
I wonder, the greatness of the old with the old age
The world's scope is gradually
reduced, that is the house of childhood,
this is life!

image

জীবন শুরুর সেই আদি থেকে,
তরাই-উৎরাই পেরিয়ে চলেছি এঁকে বেঁকে।
নিত্য নতুন রূপে,
ক্রমে ধাপে ধাপে।
এই তো জীবন, এই তো সংসার,
সং সাজার এই যে প্রেক্ষাগার।
এই জগৎ আমার তোমার,
সুখ দুঃখের গৃহকোন তাঁর।
শৈশব, কৈশোর, যৌবন, পেরিয়ে,
শক্তিকে ছেড়ে, যুক্তিকে ধরে চলেছি এগিয়ে।
প্রভাত এসে নামে অস্তাচলে,
একান্তে মহাশূন্য কথা বলে।
জীবনকে দেখি, পাই অনুভূতি, জীবন দিয়ে,
কে আপন, কে পর, বুঝি শেষে গিয়ে।
যদি বুঝিতাম প্রভাত বেলায়,
কষ্ট হতো না ভাসিতে ভেলায় নিজেরে নিয়ে।
লভিলাম এ কোন- নতুন জীবন, নতুন জনম?
বিস্ময়ে দেখি, পুরাতনের সাথে নতুনের মহামিলন।
জগতের পরিধি ক্রমে ছোট হয়ে,
ঠাই হলো শৈশবের সেই গৃহকোন,
এই তো জীবন!

Sort:  

Congratulations @jalalkhan016016! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last announcement from @steemitboard!

Do you like SteemitBoard's project? Then Vote for its witness and get one more award!

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.25
JST 0.040
BTC 95215.19
ETH 3331.40
SBD 7.10