bengali writter
যা চেয়েছি, যা পাবো না
– সুনীল গঙ্গোপাধ্যায়
– কী চাও আমার কাছে ?
– কিছু তো চাইনি আমি !
– চাওনি তা ঠিক ।
তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও ?
– জানি না । ওদিকে দ্যাখো …
রোদ্দুরে রুপোর মতো জল
তোমার চোখের মতো দূরবর্তী নৌকো
চর্তুদিকে তোমাকেই দেখা।
– সত্যি করে বলো, কবি, কী চাও আমার কাছে ?
– মনে হয় তুমি দেবী
– আমি দেবী নই ।
– তুমি তো জানো না তুমি কে !
– কে আমি !
– তুমি সরস্বতী
শব্দটির মূল অর্থে যদিও মানবী
তাই কাছাকাছি পাওয়া
মাঝে মাঝে নারী নামে ডাকি
– হাসি পায় শুনে
যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয় ?
– অনেকটা ঠিক । যখন যা মনে আসে…
কেন মনে আসে ?
– কী চাও, বলো তো সত্যি ? কথা ঘুরিয়ো না
– আশীর্বাদ !
– আশীর্বাদ ! আমার, না সত্যি যিনি দেবী
– তুমিই তো সেই !
টেবিলের ঐ পাশে ফিকে লাল শাড়ি
আঙ্গুলে ছোঁয়ানো থুতনি,
উঠে এসো
আশীর্বাদ দাও, মাথার ওপরে রাখো হাত
আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো
খিমচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিরে দাও