bengali writter

in #esteem7 years ago

যা চেয়েছি, যা পাবো না
– সুনীল গঙ্গোপাধ্যায়
– কী চাও আমার কাছে ?
– কিছু তো চাইনি আমি !
– চাওনি তা ঠিক ।
তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও ?
– জানি না । ওদিকে দ্যাখো …
রোদ্দুরে রুপোর মতো জল
তোমার চোখের মতো দূরবর্তী নৌকো
চর্তুদিকে তোমাকেই দেখা।
– সত্যি করে বলো, কবি, কী চাও আমার কাছে ?
– মনে হয় তুমি দেবী
– আমি দেবী নই ।
– তুমি তো জানো না তুমি কে !
– কে আমি !
– তুমি সরস্বতী
শব্দটির মূল অর্থে যদিও মানবী
তাই কাছাকাছি পাওয়া
মাঝে মাঝে নারী নামে ডাকি
– হাসি পায় শুনে
যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয় ?
– অনেকটা ঠিক । যখন যা মনে আসে…
কেন মনে আসে ?
– কী চাও, বলো তো সত্যি ? কথা ঘুরিয়ো না
– আশীর্বাদ !
– আশীর্বাদ ! আমার, না সত্যি যিনি দেবী
– তুমিই তো সেই !
টেবিলের ঐ পাশে ফিকে লাল শাড়ি
আঙ্গুলে ছোঁয়ানো থুতনি,
উঠে এসো
আশীর্বাদ দাও, মাথার ওপরে রাখো হাত
আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো
খিমচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিরে দাও

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.27
JST 0.041
BTC 98218.24
ETH 3592.97
SBD 2.34