প্রসঙ্গঃবউ কি শো-পিস??

-ভাই ভাবীতো দেখতে জোশ,কোমড়ে দেখলাম চেইনের মত কিরকম গহনা পুরা লাল দাগ পড়ে গেছে ছাড়িয়ে নিয়েন কিন্তু!
-অন্যের বউয়ের দিকে এত বেশি চোখ না দিলে হয় না??
-নিজের বউকে শো-পিসের মত না সাজাইলে হয় না?বউ কি জনকে জনে দেখানোর জিনিস?শরীরে কি রক্ত নেই,নাকি বুড়িগঙ্গার সব আলকাতরা শরীরে!!
.
ফেইসবুকে আউলা কেশে,পাগল বেশে,পর্দা ছাড়া স্ত্রীকে সাজাইয়া স্নো পাউডার দিয়া,ঠোঁটে লাল রঙ লাগাইয়া মূর্তির বেশে হাজার হাজার পুরুষের সামনে উপস্থাপন করেন ভাবেন যে, সুন্দরী বউকে আমি একা দেখব কেন আরো কয়েকশ লোক দেখুক কি সুন্দরী বউ পেয়েছি আমি, আর এতেই ভাবেন ভদ্রলোক হওয়া যায়।আপনি কি জানেন,, আপনার বউকে তারা দেখছে তো দেখছেই সেই সাথে নিজেদের কামপ্রবৃত্তি নিবৃত্তি করতে আপনার বউয়ের পিছু নিচ্ছে, আপনার কি মনে হয় বউ আপনার একার?আইমিন ছবি যেহেতু সবার কাছে আছে সবাই তাকে পথে ঘাটে দেখছে, কি সুন্দর কমেন্ট করছে সেইরূপ তারাও তাকে নিজেদের ভাবছে,আর আপনার কি মনে হয়,, বউ আপনার জন্য ওয়েট করে বসে আছে?ভুল!!কতক্ষন থাকেন বাসায়?আর তাছাড়া আপনি যখন বউয়ের প্রশংসা গুলোকে ঠিকভাবে তার সামনে উপস্থাপন করতে ব্যর্থ হবেন তখনই তার মনে পড়বে সেই জোশ,বিউটিফুল কমেন্ট করা লোকটাকে, ইশ!কি সুন্দর করেই না লোকটা আমার প্রশংসা করেছে।ইহা একটি মানসিক রোগ যার ঔষধ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই! আপনিই রোগের উদ্ভাবক আপনাকেই রোগ সাড়াতে হবে।
.
কি বোকাই না আপনি,নিজের ঝুলির টাকা খরচ করে এত দামী শাড়ি গহনা কিনে বউকে সাজাচ্ছেন অথচ রিকশাওয়ালা থেকে শুরু করে সকল আমজনতা আপনার বউকে ফ্রিতে দেখে নিচ্ছে।আপনার মাথা কি গোবরভর্তি নাকি?জানেন আপনার পরিচয় কি?আপনি একজন দাইউস!আপনাকে এজন্য জাহান্নামে যেতে হবে,দাইউস এর জন্য জান্নাত হারাম করা হয়েছে।
যে কুরআনে নিষেধের কারণে আপনি মদ খান না,শুকরের গোশত খান না সেই একই কুরআনে আদেশ করা হয়েছে মেয়েদের আব্রু রক্ষা করতে, তা কেন শুনছেন না?
সূরা আহযাবের ৩৩ নং আয়াতে বলা হয়েছে "তোমরা(নারীরা) জাহেলী জুগের ন্যায় সৌন্দর্য প্রদর্শন করে বেড়িও না"
দেখুন এটা কিন্তু পুরুষের জন্য বলা হয় নি,নারীকেই বলা হয়েছে পুরুষকে তাদের দৃষ্টির হেফাজত করতে বলা হয়েছে, তাই দয়া করে নিজে সতর্ক হউন স্ত্রীকে সতর্ক করুন।
.
আপনি যদি স্ত্রীকে আবৃত করে রাখতেন তবে তার সাধ্য ছিল না আপনার কথার অবাধ্য হওয়া।
খোলা জিনিসে মশা-মাছি পড়বেই এটা জানা কথা।ফেইসবুক/বাইরে টাংগায় রাখলে সেটা কি মানুষ মুক্ত হইবে নাকি?খাল বিলের পানি খাইলে রোগ বাড়ে আর ডাবের পানি আবৃত থাকে বলে তা খাইলে রোগ সারে।
অনেকে বলে,হুজুর আমার বউ সন্তানরা কথা শুনে না।আরে যখন সুযোগ তখন নিষেধ করেন না পরে আফসোস করে কি হবে!কিয়ামতের মাঠে যখন আপনার স্ত্রী সন্তানকে জাহান্নামে নিতে উদ্যত হবে তখন তারা বলবে,,
"নিয়া আসো আজকে তাদেরকে পাড়াইয়া পায়ের তলে পিষিয়া তারপর জাহান্নামে যাইব(সূরা ফুসসিলাতঃ২৯)"
ইহা আমার কথা না কুরআনের কথা, আমি কেবল উপস্থাপন করলাম।বিনা টাকায় জাহান্নাম কিনিয়া লইলে কার কি দোষ!সময় থাকতে সাবধান হউন!বউ আপনার থাকবে, জান্নাত ও আপনার ইনশাআল্লাহ..
bow.jpg

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 97555.31
ETH 3422.82
USDT 1.00
SBD 3.02