ঈদ আনন্দ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম।

আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

  • ঈদ
  • ১৪,এপ্রিল ,২০২৪
  • রবিবার

হ্যালো আমার বাংলা ব্লগবাসি কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। দেখতে দেখতে ঈদ চলে গেল, ঈদ আমাদের জীবনে আনন্দ বয়ে আনে। যেহেতু এটা ঈদুল ফিতর ছিল সেজন্য একটি মাস সিয়াম সাধনার পর এই দিনটা উদযাপিত হয়। এই দিনটা মুসলিমদের জন্য অনেক বেশি আনন্দের। একটা মাস সিয়াম সাধনার পরে এই দিনটা আসে। এই দিনে সবাই বেশ ব্যস্ত থাকে সকাল থেকেই। তবে ছোটবেলা অনেক বেশি আনন্দ হতো অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতো। এখন যত বড় হচ্ছি ঈদের আনন্দটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বাড়ছে দায়িত্ব ধীরে ধীরে অনেক কিছুই ভাবতে ভাবতে ঈদের আনন্দটাও কমে গেছে।


IMG20240411084328.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

ঈদের আগে কত প্লান প্রোগ্রাম করেছি অনেক জায়গায় ঘুরতে যাব। আমাদের ঈদের আগে সবচেয়ে বড় আনন্দের বিষয় ছিল আমরা রাতের বেলা শপিংয়ে যাব সেটা শেষ করেছি এবং আপনাদের মাঝে পোস্ট উপস্থাপন করেছি। এটা সবথেকে বেশি মজার ছিল। ঈদের দিন সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই কাটে। সকালে ফজরের সালাত আদায় করে অপেক্ষা করতে থাকি কখন ঈদের নামাজের সময় হবে। তারপর গোসল খাওয়া-দাওয়া করে উত্তম পোশাক পরিধান করে একটু সুগন্ধি ব্যবহার করি নামাজের উদ্দেশ্যে রওনা করি। ৩০ টা সিয়াম সাধনার পর নামাজ পড়তে গেলে আলাদা একটি তৃপ্তি পাওয়া যায়। একটা মাস অধীর আগ্রহের পরে ঈদের নামাজ পড়া হয়। ঈদের নামাজে অনেক বড় ফজিলত আছে তাই এখানে আর বর্ণনা করতে চাচ্ছি না। ঈদের নামাজ ঈদগাহে পড়তে চাওয়ার মধ্যে আলাদা একটি মজা আছে সবাই এই দিনে একই স্থানে একত্রিত হয়ে সালাত আদায় করতে অনেক বেশি ভালো লাগে। কারণ সারা বছর মানুষ অন্য জায়গায় থাকলেও ঈদের সময় তাদের বাড়িতেই চলে আসে সবাই পরিবার-পরিজন নিয়ে ঈদ পালন করতে চায়।


MYXJ_20240411101707887_fast.jpg


Device : Realme 7
What's 3 Word Location :

আমরাও যথাসময়ে ঈদগাহ চলে যায় ঈদের সালাত আদায় করার জন্য। যেহেতু এখন গরমের সময় ঈদের সালাত টা একটু সকাল সকাল হলেই রোদের তাপটা লাগে না। ঈদের সালাত শেষ করে খুতবা শুনে কবর জিয়ারত করতে যাই। কবর জিয়ারত শেষে সেখানে আর না দাঁড়িয়ে ড়িয়ে বাড়ির দিকে রওনা করি। বাড়িতে এসে সবার সাথে দেখা করে কিছু সময় আড্ডা দেই এবং কিছু ছবি উঠায়। তারপর বন্ধু রাজু ফোন দিল বাইক নিয়ে সেদিকে গিয়ে সবার সাথে দেখা করে আবার বাসায় চলে আসি। আমাদের সচরাচর ঈদের দিন বাইক নিয়ে ঘুরাঘুরি করতে ইচ্ছে করে না। কারণ এই দিন অনেক বেশি মানুষের ভিড় থাকে বিশেষ করে ছোট ছোট মানুষ অনেক বাজে ভাবে বাইক রাইড করে। তারপর বাসায় চলে আসে এবং কাজ না থাকায় ছোট্ট একটা ঘুম দেই। আমাদের প্লান প্রোগ্রাম বিকেলের দিকে একটু বের হব অথবা কোন এক নিরিবিলি জায়গায় গিয়ে বসে থাকবো।


IMG_20240414_090250.jpg

IMG-20240412-WA0005-01.jpeg


Device : Realme 7
What's 3 Word Location :

বিকেল হতে না হতেই আমরা বেরিয়ে পড়ি। আমাদের পাশেই অর্থাৎ রাজুদের এলাকায় একটি স্কুল আছে প্রথমে সেখানে যায়। সাধারণত এখানে বসেই আমরা অনেক বেশি আড্ডা দেই। ঈদের দিন বিকেলে প্লান ছিল কোন এক নিরিবিলি জায়গায় গিয়ে বসে থাকবো। কিন্তু প্লান অনুযায়ী কাজ হয়নি তাই আমরা এই স্কুলে কারো বসেই আড্ডা দেই। অবশ্য এই জায়গাটা বেশ নিরিবিলি ছিল কারণ সবাই রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছিল এমন জায়গায় আমরা আড্ডা দিতে বেশি মজা পাচ্ছিলাম। আমরা এখানে আড্ডা দিতে দিতে রাত হয়ে যায় বেশ মজা হয়েছিল। যেহেতু আমরা পাঞ্জাবি পড়ে বের হয়েছিলাম সেজন্য সন্ধ্যার পর ভাবলাম পাঞ্জাবি খুলে এসে অন্য ড্রেস পরে বসে বসে আড্ডা দিব। তাই আমরা বাড়িতে চলে যাই এবং ড্রেস চেঞ্জ করে আবার এসে সবাই একসাথে বসে অনেক সময় আড্ডা দেই। এই ছিল আমাদের ঈদের আনন্দ এই ঈদে তেমন কোন ঘুরাঘুরি হয়নি। প্রতিদিন যেহেতু ঘুরাঘুরি করি সেজন্য নতুন কোন জায়গায় যাওয়া হয়নি। আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পোস্টে অন্য কোন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে।


আমি কে !

IMG_20231120_103032_225.jpg

আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

ভাইয়া ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় একটি দিন। ঈদের দিন সবাই একসাথে জামাতের সাথে ওয়াজিব সালাত আদায় করে বেশি ভালো লাগে। আপনি দেখছি একদম বাসা থেকে যাওয়া অব্দি ঈদগাহন আমার আদায় করা সেখান থেকেও দেশ একটি ছবি তুলেছেন এবং খুব সুন্দর বর্ণনা সহিত করেছেন। আরে না ভাইয়া ঈদের দিন বিকেল বেলায় ঘোরাঘুরি করে আপনি করেছেন যেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাদের কালবৈশাখি শপিং সম্পর্কে পড়েছিলাম। ঈদের দিনের জন্য অপেক্ষায় থাকি পুরো মাস। ঈদগাহ ময়দানে সবার সাথে দেখা হয় কথা হয় বেশ ভালো লাগে। বছরে এমন দিন দুইবারই আসে। বেশ দারুণ লাগল আপনার ঈদের দিনের বর্ণনা টা শুনে। আমাদের এলাকায় ঈদের নামাজ টা বেশি তাড়াতাড়ি হয়ে গেছিল এবার। সকাল সাড়ে সাতটাই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে ভাই। আসলে ঈদ উপলক্ষে বিভিন্ন কর্মের মানুষগুলো বাড়িতে আসে এবং ঈদের দিন ঈদের নামাজে সকলে মিলে একত্রে নামাজ পড়া সম্ভব হয়। একই সাথে পরস্পরের মধ্যে মধুর আলাপ করার সুযোগ হয়ে ওঠে। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি। ঈদের দিনকে নিয়ে সবাই প্লান প্রোগ্রাম করে থাকে। কারন ঈদের সময় সব বন্ধু বান্ধবরা এক সাথে হয়। এই দিনটা আমাদের জীবনে অন্যরকম একটি অনুভূতি নিয়ে আসে। আর হাজার হাজার স্মৃতি রেখে যায়। আপনার ব্লগ পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.24
JST 0.031
BTC 78961.68
ETH 1566.04
USDT 1.00
SBD 0.62