ঈদ মানে নতুন জামা

in #eid3 years ago

279176226_677152110059125_905276113532910185_n.jpg

প্রত্যেক ধর্মা লম্বী মানুষের তাদের নিজেদের একটি করে উৎসব থাকে বা ধর্মীয় ভাবে পালন করা হয়। যেমন হিন্দুদের কালি পূজা, সরস্বতী পূজা। খ্রিস্টানদের বৌদ্ধদের খ্রিসমাস, এবং তেমনিভাবে মুসলিমদের বছরে দুইটি ঈদ। ঈদুল আযহা ও ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ ঈদ, মানে উৎসব খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া। পরিবারের সাথে সময় কাটানো। আর সবচেয়ে স্পেশাল হল জমিয়ে। কেনাকাটা করা। ঈদে কেনাকাটা করার মত আমেজ আর কিছুতেই হয় না। ঈদে যেন কেনাকাটা করতেই হবে । না করলে কেনাকাটা হবেই , না করলে হবে না ।

279006303_750542279439820_8824715165398671064_n.jpg

আমাদের গ্রাম বাংলায় ঠিক এমনটাই ধরনা। তাই বলা হয় যে ঈদ মানে নতুন জামা । ঈদ হয় একদিন আর এই একটি দিনের জন্য মানুষ কত কি না কেনে। কত হাজার টাকার কেনাকাটা করে সাজ গোঁজ করে থাকে। কত হাজার টাকার। কেনাকাটা করে, সাজ গোজ করে, এই একটি দিন উপভোগ করবে বলে। ঈদে ধনী গরিব সবাই কেনাকাটা করে থাকে । তাই ঈদে লক্ষ টাকার কেনাকাটা বা এক টাকার কেনাকাটা হোক না কেন তাতে আমাদের শুক্রিয়া করা প্রয়োজন। ঈদ মানে আনন্দ যে দিনটা ধনি-গরিব সবাই এক কাতারে দাড়িয়ে নামাজ পরে, কোন ভেদাভেদ থাকে না ঈদে সবাই খুশি থাকে নিজেদের যা আছে তাই নিয়ে।

278851499_1039688466635954_7155385288342432494_n.jpg

ঈদের দিন নতুন জামা পরার আমেজ টাই আলাদা। তাই বলা জায় ঈদ মানেই নতুন জামা

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.21
JST 0.039
BTC 97806.97
ETH 3705.77
USDT 1.00
SBD 3.96