মজার ডিমের গল্প - শেষ পর্ব দুই (পর্বের গল্প: ০৬)

in #egg6 months ago

আমার লেখা দুই পর্বের গল্প - ০৬
"মজার ডিমের গল্প - শেষ পর্ব "

শাকিল সবাইকে ডাক দিল,

  • তোরা এদিকে আয় দেখে যা এখানে কি।
    সবাই কৌতুহল নিয়ে দৌড়ে ওদের ওখানে আসলো। তারপর শাকিল তাদেরকে বললো:
  • ওই যে দেখ ওখানে কি!
  • আরে এগুলো তো মনে হচ্ছে ডিম।

20240907_215539.jpg

এবার ডিমগুলো একজন গিয়ে নিয়ে আসলো। দেখলো ৬ টি ডিম। ওরা দেখে খুব খুশি। আরে ডিম পেয়েছি!! বলে চিল্লাতে লাগলো সবাই। আর ডিম নিয়ে যেন দৌড়াতে লাগলো সবাই।

এবার সবাই চিন্তায় পড়ে গেল এই ডিম গুলো নিয়ে তারা কি করবে। কি করা যায়! কি করা যায়!! এবার একজন বলে উঠলো, পিকনিক করা যায় না?
শাকিল বলে উঠলো

  • ইয়েস!! ডিম ভূনা!!! চলো পিকনিক ডিম ভূনা দিয়ে।

সবাই আনন্দে চিল্লিয়ে উঠলো। সবাই যার যার বাড়ি থেকে চাল, ডাল, ঝাল, পেঁয়াজ, মসলা সবকিছু নিয়ে আসলো। তারপর রান্না শুরু হলো ভাত আর ডিম ভুনা। সবাই একসাথে রান্না করলো। মজা করে খেলো ডিম ভুনা ও ভাত।

ডিভাইসস্যামসাং এস ২১
ফটোগ্রাফার@surzo
লোকেশনঝিনাইদহ, বাংলাদেশ

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 82776.65
ETH 1780.75
USDT 1.00
SBD 1.00