কেন আমাদের নিয়মিত ডিম খাওয়া প্রয়োজন তা জেনে নিন | Find out why we need to eat regular eggs

in #egg6 years ago (edited)

হ্যালো বন্ধুরা কেমন আছেন ? আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি । আমি আজকে আপনাদের সামনে ডিমের বিভিন্ন উপকারী দিক এবং এর গুনাগুন সম্পর্কে কিছু আলোচনা করব।

আমাদের প্রত্যেকদিন একটা না একটা ডিম খাওয়া অবশ্যই জরুরি । কারণ নানা অজুহাতে সবাই খাদ্য তালিকা থেকে ডিম বাদ দিলেও ডিমের রয়েছে নানা রকম গুরুত্বপূর্ণ উপাদান। এজন্য আমাদের ডিম এড়িয়ে যাওয়া উচিত নয় এটা রক্ত এবং দেহের বিভিন্ন অঙ্গে চর্বিবৃদ্ধি করে ঠিকই কিন্তু ডাক্তাররা প্রতিদিন অন্তত একটি করে ডিম খেতে নির্দেশ করেন । কারণ একটি করে ডিম খেলে শরীরের ওজন 2 কেজি অনায়াসে কমানো যায়। ডিমের আশ্চর্য কিছু গুরুত্বপূর্ণ গুনাগুন আজকে আপনাদের সামনে তুলে ধরবো।

ডিম হল একটি প্রাকৃতিক খাদ্য। এটাতে পুষ্টিগুণে ভরপুর এবং আমাদের শরীরের ক্ষয় পূরণ বৃদ্ধিসাধন এর জন্য গুরুত্বপূর্ণ উপাদান ডিমেই বিদ্যমান আছে।

ডিমে রয়েছে ভিটামিন-বি ট্রিয়ালস যা খেলে আপনার শরীরে এনার্জি লেভেল দ্রুতই শরীর সাথে বিক্রিয়া করে , শক্তি উৎপন্ন করে ফলে খুব দ্রুতই কার্যক্ষমতা পাওয়া যায়। ডিমে রয়েছে অত্যন্ত উন্নত মানের কিছু ক্যারোটিনয়েড লুটেন এবং এটা চোখে ছানি কমাতে সাহায্য করে । এছাড়া রয়েছে ডিমে দৃষ্টি শক্তি বৃদ্ধিকারী ভিটামিন এ যা আমাদের অন্ধত্বের হাত থেকে রক্ষা করে।

কেবল রূপের প্রাকৃতিক ভাবে আমরা ভিটামিন- ডি পেয়ে থাকি ডিমের মাধ্যমে । এটা বিভিন্ন পেশীর ব্যথা কমাতে বিশেষ ভাবে সাহায্য করে। এছাড়াও ডিমে আছে ভিটামিন ই ত্কেব উৎপন্ন বিভিন্ন খারাপ রেডিক্যাল নষ্ট করে । এগুলো ক্যান্সারের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন। ডিমের বিভিন্ন ধরনের খাদ্য প্রদানের ভিতর রয়েছে বডি ফ্যাট বডি ওয়েট ইত্যাদি।

নতুন সমীক্ষায় জানা গেছে দুটো ডিম শরীরে খারাপ কোনো প্রভাব ফেলে না । এটা বরং আরো শরীরের উপকার করে। আমাদের প্রত্যেকেরই ডিম খাবার তালিকা থেকে বাদ না দিয়ে ডিম খাওয়া উচিত।

My Recent Posts:

By the time you see this, this post or a number of the posts below is also older than seven days, therefore, you'll be able to not vote for them any longer. If you wish to support, please one upvote
@darkline recent posts

Photos are taken from https://www.pexels.com

Sort:  

You got a 33.89% upvote from @booster courtesy of @darkline!

NEW FEATURE:

You can earn a passive income from our service by delegating your stake in SteemPower to @booster. We'll be sharing 100% Liquid tokens automatically between all our delegators every time a wallet has accumulated 1K STEEM or SBD.
Quick Delegation: 1000| 2500 | 5000 | 10000 | 20000 | 50000

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 94003.99
ETH 3310.95
USDT 1.00
SBD 3.12