North Brotther island

in #eduaction4 years ago

ভুত! এই শব্দটি শুনলেই যেন মনটা ভয়ে দুরুদুরু করে উঠে। আমরা হয়েতা ভূতের বিভিন্ন কল্প কাহিণী প্রায় শুনে থাকি। কিন্তু আপনি জানেন কি এই বিশ্বে এমনই একটি দ্বীপ আছে যেখানে ভুত বাস করে। কোথায় সেই দ্বীপ জানবো আজকের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবসক্রাইব করতে ভুলবেন না।

আমি যে দ্বীপটির কথা বলছি সেটির নাম North Brotther island. মার্কিন যুক্তরাষ্ট্রের নিউয়ার্ক শহরের অদুরে অবস্থিত।

Abandoned Island নামের এই দ্বীপকে ঘিরে রয়েছে নানা ধরনের গল্প ও কল্প কাহিনী । ধারনা করা হয় এই দ্বীপে এক সময় মানুষ বসবাস করতো এবং আজকের নিউইয়র্ক সিটির মতোই আলো ঝলমলে ছিল এই দ্বীপটি।

অনেকেই বলে থাকেন মহামারির আক্রমণে জনমানুষ শূন্য হয়েছে দ্বীপটি। আবার কেউ বলেন অদৃশ্য আত্মাদের উৎপাতে মানুষ ছেড়েছিল এই দ্বীপটি।

১৮৮৫ সালের দিকে এই দ্বীপে মানুষের চলাচল ছিল। তখন নিউইয়র্কে সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিলে রোগীকে সরিয়ে আনা হতো। এই দ্বীপে টাইফয়েডের চিকিৎসা দেওয়ার জন্য গড়ে তোলা হয় একটি হাসপাতাল।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.039
BTC 94309.43
ETH 3309.61
USDT 1.00
SBD 3.28