রাজা হাঁস

in #duck3 years ago

Screenshot_20220512-182239_1.png
আসসালামু আলাইকুম.....
প্রিয় বন্ধুরা কেমন আছেন। আশা করি ভালো আছেন।
আজকে আপনাদের মাঝে রাজা হাঁস নিয়ে কিছু কথা শেয়ার করবো।
হাঁস অ্যানাটিডি পরিবারের অন্তর্ভুক্ত পাখিদের বেশ কিছু প্রজাতির সাধারণ নাম। পৃথিবীর সব হাঁস এসেছে বনো-পাখি খেকে। এই বুনো পাখি আমাদের দেশের মাঠিতে একদিন চরে বেড়াত। সে হাঁস এশিয়ার অন্য বুনো হাঁসের মত এখানকারর পানিতে, জঙ্গলে চরে বেড়াতো। এই বুনো হাঁস ম্যালারড্ গোষ্ঠীর বর্গের অ্যানাটিডি গোএের বৃহওম একদল সদস্য। সাধারণত তিনটি গণের সদস্যদের রাজাহাঁস বলে অভিহিত করা হয়, আন্সের ( ধূসর রাজাহাঁস) ব্রান্টা ( কালো রাজাহাঁস) এবং চেনা ( সাদা রাজাহাঁস) কিছু হাঁসকে অনেক সময় রাজাহাঁস বলে অভিহিত করা হয়, যেমন কয়েক প্রজাতির চখাচখির( shelducks) নামের সাথে রাজাহাঁস জুরে দেওয়া হয়েছে।এছারা মারালরা(swan) রাজাহাঁস ও সাধারণ হাঁসের তুলনায় যথেষ্ট বড়। এরা রাজাহাঁস নয়, তবে এদের দূর আত্নীয়।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.031
BTC 83733.06
ETH 2098.97
USDT 1.00
SBD 0.63