স্বপ্ন নিয়ে বাঁচি
#স্বপ্ন নিয়ে বেঁচে আছি
স্বপ্নের মাঝে আছে আরো অনেকের স্বপ্ন
মায়ের স্বপ্ন,একটি গলার হার
বেশি কিছু নয় শরীরের খোঁজ নেওয়া।
বাবার স্বপ্ন একটি ভালো ফোন,একটি ভালো চশমা,
এ আর এমন কি স্বপ্ন বলো।
ছোট ভাইয়ের একটা খেলনা বল,
ছোট বোনের জন্যে একটি পুতুল।
আমার স্বপ্ন হলো এগুলো পূরণ ।
আমি কি কাপুরুষ এই কোন স্বপ্ন হলো
তাই নিজের স্বপ্ন বলে কিছুই নেই।
হ্যা আমার স্বপ্ন স্বপ্ন হয়ে থাক।
আগে এই ক্ষুদ্র স্বপ্ন গুলো পূরণ হয়ে যাক।