dream
এক একটা জীবন তো এক একটা স্বপ্নের বিনিময়েই বেঁচে থাকে। স্বপ্ন শেষ তো মানুষ জীবন্ত লাশের প্রতিরূপ। আপাত দৃষ্টিতে মানুষের মৃত্যু ঘটলেও স্বপ্নের কিন্তু মৃত্যু ঘটে না। স্বপ্ন প্রবাহমান জলরাশির মতোই চলমান। স্বপ্ন তার নিজ ছন্দেই গতিশীল। স্বপ্নবিহীন মানুষ বায়ুশূন্য বেলুনের মতোই চুপসানো।