ফড়িংsteemCreated with Sketch.

in #dragonflylast year

গরমের সময় ফড়িংকে আকাশে উড়তে দেখা যায়। আমাদের এদিকে ফড়িংকে কে গোমালি বলে থাকে। ছোটবেলায় আমি অনেক ফড়িং ধরেছিলাম। ফড়িং ধরে খেলতে অনেক ভালো লাগতো। ফড়িং বিভিন্ন প্রজাতির হয়ে থাকে। ফড়িং ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের হয়ে থাকে। বিভিন্ন রঙের ফড়িং দেখতে পাওয়া যায় এর মধ্যে লাল হলুদ কমলা ইত্যাদি। ফড়িং বিভিন্ন পাখিদের প্রিয় খাবার। ফড়িং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। ফড়িংদের জলাশয়ের পাশে বেশি দেখতে পাওয়া যায়। ফড়িং লেজ তার শরীরের থেকে বড় হয়। ফড়িং মাথা অনেক বড় হয়ে থাকে। ফড়িং এর ছয়টি পা থাকে। ফড়িংয়ের পা কাটা যুক্ত হয়ে থাকে। ফড়িংয়ের পাখা অনেক হালকা হয়ে থাকে। ফড়িং উড়ে বেড়ানোর জন্য তাদের পাখা ব্যবহার করে থাকে। মাঝে মাঝে বাসা বাড়িতে ফড়িং উড়ে চলে আসে। ফড়িং বানে জঙ্গলে বেশি উড়তে দেখা যায়। এছাড়া গরমের দিন আকাশে উড়ে বেড়াতে দেখা যায়। ফড়িংয়ের চোয়াল অনেক মজবুত হয়। ফড়িং মানুষের ক্ষতি করে না। ফড়িং আসলে উপকারী প্রাণী কিনা এটা আমার জানা নেই। এক ধরনের ছোট সাইজের ফড়িং রয়েছে যাদেরকে মাঠে দেখতে পাওয়া যায়। বিভিন্ন দেশে বিভিন্ন বর্ণের ফড়িং দেখতে পাওয়া যায়। ফড়িংয়ের ডানা ফড়িঙে শরীরের থেকে অনেক বড় হয়ে থাকে। উড়োজাহাজ নাকি ফড়িংকে দেখেই তৈরি করা হয়েছিলো। উড়োজাহাজের আকৃতি অনেকটা ফড়িংয়ের মতই দেখতে।


Pixabay

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.22
JST 0.033
BTC 96674.14
ETH 2724.51
USDT 1.00
SBD 3.13