কুকুর।
কুকুর আমাদের সবার পরিচিত একটি প্রাণী। কুকুর বেশিরভাগ সময় মানুষের সাথেই থাকে এমনকি ইউরোপের দেশগুলোতে কুকুরকে ঘরের একজন সদস্য হিসেবে বিবেচনা করা হয় তবে সে রকম ভাবে বাংলাদেশে কুকুরের প্রাধান্য না থাকলেও বাংলাদেশের কুকুরের প্রতি অনেকেরই ভালোবাসা থাকে। শহরে কেউ কেউ নিজ বাসায় কুকুর পালে আর গ্রামে প্রতিটা বাড়িতেই বলা চলে কুকুর থাকে। গ্রামের প্রতিটা বাড়িতে সিকিউরিটি গার্ড হিসেবে কুকুর পালা হয়। রাতের বেলায় গ্রামের কোন বাড়িতে ঢুকতে গেলে কুকুর ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। চোর বা ডাকাত কেউ যেন বাড়ির মধ্যে প্রবেশ করতে না পারে তার জন্য সব সময় কুকুর সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করে।
তার মালিকের প্রতি প্রতিনিয়ত ভালবাসা দেখায় সাম্প্রতিক ফেসবুক গণমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একটি কুকুরকে দায়িত্ব পালনের কিছু মুহূর্ত ভিডিওতে দেখানো হয়েছিল। ভিডিওতে দেখাচ্ছিলো একটা কুকুর তার মালিককে নিজের জীবন বাজি রেখে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। শুধু সেই ভিডিও নয় গণমাধ্যমে বা ইউটিউবে এরকম অনেক ভিডিও খুঁজলে পাওয়া যাবে যেখানে কুকুর জীবন দিয়ে তার মালিককে রক্ষা করেছে। আবার দেখবেন যেখানে ময়লা ফেলা হয় সেখানে কিছু কুকুর সবসময় ঘোরাফেরা করে মূলত তারা মানুষের কাছে যেতে না পারলেও যে ময়লা আবর্জনা পচে পরিবেশের ক্ষতি করবে সে ময়লা আবর্জনা গুলোকে খেয়ে নিজেদের ক্ষুধা নিবারণ করে আর পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাই কুকুরকে আমাদের বন্ধুও বলা চলে।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।