গোপালপুরে ফেসবুকভিত্তিক সমাজসেবামূলক সংগঠনের প্রতিষ্ঠাবাষির্কী পালিত

in #dlive7 years ago

tangailtimes-15-2-18-2_jpg.jpg

টাঙ্গাইলের গোপালপুরে ‘দারিদ্রতায় যেন না যায় মুছে মুখের মিষ্টি হাসি’ স্লোগানে গঠিত ফেসবুকভিত্তিক তারুণ্যনির্ভর সমাজসেবামূলক সংগঠন ‘ফ্রেন্ডস হেল্প ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালী শহরের উল্লেখযোগ্য বেশকিছু সড়ক পদক্ষিন শেষে গোপালপুর কলেজ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো. সুমন মিয়ার সভাপতিত্বে পৌরমেয়র মো. রকিবুল হক ছানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বেধন করেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, উদীচী’র উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম, থানা প্রতিনিধি এসআই ইয়াসিন আরাফাত, প্রভাষক মোজাম্মেল হোসেন, নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জাব্বার, বিকশিত নারীনেত্রী নেটওর্য়াকের জেলা সভাপতি আনজু আনোয়ারা ময়না, সুজন উপজেলা শাখার সম্পাদক মাহবুব রেজা সরকার প্রমূখ।

মো. আলমগীর রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠন কর্তৃক পরিচালিত বিভিন্ন কর্মকান্ড ও তাদের হাতে নেয়া কার্যক্রমগুলোর প্রতিবেদন তুলে ধরেন মো. শাকিল হোসেন।

টাঙ্গাইলটাইমস

Sort:  

This post has received a 0.18 % upvote from @drotto thanks to: @tripto.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62622.35
ETH 2442.15
USDT 1.00
SBD 2.64