রপ্তানি আদেশ ও পণ্য বিক্রি কমেছে

in #dlive7 years ago

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নেমেছে গতকাল। শেষ দিনেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। রাজধানীর শেরেবাংলা নগরে। প্রথম আলো
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নেমেছে গতকাল। শেষ দিনেও ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। রাজধানীর শেরেবাংলা নগরে। প্রথম আলো

বাণিজ্য মেলা শেষ।
আয়োজকের দাবি, মেলা অত্যন্ত সফল ও সার্থক হয়েছে।
মেলায় ১ কোটি ৯৪ লাখ মার্কিন ডলারের রপ্তানি আদেশ পাওয়া গেছে।
নগদে বিক্রি হয়েছে ৮৭ কোটি ৮৩ লাখ টাকার পণ্য।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) গতকাল রোববার শেষ হয়েছে। ৩৫ দিনের এবারের মেলায় আগেরবারের তুলনায় রপ্তানি আদেশ ও পণ্য বিক্রি দুটোই কমেছে। যদিও মেলার আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দাবি, ‘মেলা অত্যন্ত সফল ও সার্থক হয়েছে’।

মেলা প্রাঙ্গণে গতকাল বিকেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলায় ১ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার বা ১৬০ কোটি ৫৭ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। আর নগদে বিক্রি হয়েছে ৮৭ কোটি ৮৩ লাখ টাকার পণ্য।

ইপিবি গতবারের মেলার শেষ দিন সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, ওইবার রপ্তানি আদেশ এসেছিল ২৪৩ কোটি টাকার এবং ১১৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল। গতবারের চেয়ে রপ্তানি আদেশ কম পাওয়া গেলেও আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এবার ৮৭ লাখ ডলার বা ৭১ কোটি টাকার রপ্তানি আদেশ বেশি এসেছে।

রপ্তানি আদেশ কমলেও বাড়িয়ে দেখানো হলো কেন, জানতে চাইলে ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য প্রথম আলোর কাছে দাবি করেন, ‘এটা ঠিক রপ্তানি মেলা না, ভোগ্যপণ্যেরও মেলা। বিক্রি ও রপ্তানি আদেশের তথ্য যাদের থেকে নেওয়া হয়, হেরফের হতেই পারে। তবে ইপিবির কাছে গতবারের রপ্তানি আদেশের তথ্য হচ্ছে ১৪৩ কোটি টাকা।’

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সঙ্গে তাঁর সহধর্মিণী আনোয়ারা আহমেদ ছিলেন। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী ও সদস্য লায়লা আঞ্জুমান বানু, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাণিজ্যসচিব শুভাশীষ বসু, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54016.63
ETH 2289.57
USDT 1.00
SBD 2.29