ধলেশ্বরী বাস সার্বিসে ডাকাতিতে বাঁধা দেয়ায় চালক খুন

in #dlive7 years ago

tangailtimes-13-2-18-6_jpg.jpg

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী ধলেশ্বরী পরিবহনে ডাকাতিতে বাধা দেয়ায় ডাকাতদের হামলায় নিহত হয়েছেন বাসের চালক মো: শাহাজাহান মিয়া। আহত হয়েছে বাসের হেলপার-সুপারভাইজার। সোমবার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাত ১টার দিকে পুলিশ বাসটি উদ্ধার করতে পারলেও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

নিহত বাস চালক শাহজাহান টাঙ্গাইল সদর উপজেলার চরগানা গ্রামের মৃত বিশা মিয়ার ছেলে। এই ঘটনায় আহত বাসের হেলপার বাদশা মিয়া আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সুপারভাইজার শহিদুলকে সাভার গনস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাদশা মিয়া টাঙ্গাইল সদরের বিশ্বাস মৃধা গ্রামের মৃত মীর সানোয়ার হোসেনের ছেলে ও সুপারভাইজার শহিদুল খান নাগরপুর উপজেলার পাছতা গ্রামের মৃত ইবাদাত খানের ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, গতরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী ধলেশ্বরী পরিবহনের ইনসাফ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো ব-১১-৬৬৪৬) একটি বাস যাত্রী নিয়ে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। রাত ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেসে একদল ডাকাত গাড়িতে উঠে। এসময় বাসে আরও ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলো। মির্জাপুর থেকে থেকে আসার কিছু সময় পরে ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মালামাল ও নগদ টাকা লুট করতে থাকে। এসময় বাস চালক, হেলপার ও সুপারভাইজার তাদের বাধা দিলে ডাকাতরা তাদের ছুড়িকাঘাত করে বাসের পেছনের সিটে বেঁধে রাখে। পরে ডাকাতরা বাসটি আশুলিয়ার ডিইপিজেড এলাকায় শমসের প্লাজার সামনে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে বাসটি উদ্ধার করে। এ সময় বাসে পেছনের সিট থেকে চালক শাহজাহান মিয়ার, সুপারভাইজার শহিদুল ও হেলপার বাদশা মিয়াকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহজাহান মিয়াকে মৃত ঘোষণা করে।

এছাড়া উন্নত চিকিৎসার জন্য বাসের হেলপার বাদশাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুপারভাইজারকে গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে। এই ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

টাঙ্গাইলটাইমস

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95472.56
ETH 3354.78
USDT 1.00
SBD 3.13