ভূঞাপুরে প্রশ্ন ফাঁসের অভিযোগ! আটক ১ চার পরীক্ষার্থী বহিষ্কার

in #dlive7 years ago

tangailtimes-13-2-18-7_jpg.jpg

টাঙ্গাইলে ভূঞাপুরে এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে জরিত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। এসময় পরীক্ষা শুরুর আগেই আরও চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এদিকে একই অভিযোগে মির্জাপুরে এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে পদার্থ বিজ্ঞান বিষয় পরীক্ষায় সময় এই ঘটনা ঘটে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আহম্মেদ জানান, মঙ্গলবার সকালে পদার্থ বিজ্ঞান পরীক্ষা শুরুর আগে ভূঞাপুর পাইলট সরকারি বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকজন শিক্ষার্থী হলে প্রবেশ না করে মোবাইল ফোনে প্রশ্ন দেখছিল। এসময় সেখান থেকে চার পরীক্ষার্থীকে আটক ও বহিষ্কার করা হয়। এসময় প্রশ্ন ফাঁসের মূল হোতা পাপ্পু পালিয়ে যায়। পরে পুলিশ কেন্দ্রের বাইরে থেকে পরে বহিরাগত ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী সিজেন খান ওরফে আব্দুল কাইয়ুমকে আটক করে। আটককৃত কাইয়ুম উপজেলার অর্জুনা গ্রামের আইয়ুব খানের ছেলে।

এদিকে মঙ্গলবার দুপুরে মির্জাপুর উপজেলার মির্জাপুর কলেজ কেন্দ্রের বাইরের মাঠে মোবাইল ফোনে কয়েকজন পরীক্ষার্থীকে প্রশ্ন সরবরাহের সময় জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আজগর হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের কারাদ- ও এক হাজার টাকা জরিমানা করেন। জাকির মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামের আঃ রহমানের ছেলে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাকির হোসেনকে পাবলিক পরীক্ষার ১৮৮ ধারা মোতাবেক ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন।

টাঙ্গাইলটাইমস

Sort:  

Congratulations, you were selected for a random upvote! Follow @resteemy and upvote this post to increase your chance of being upvoted again!
Read more about @resteemy here.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 96036.43
ETH 3297.82
USDT 1.00
SBD 3.10