আমার তৈরি করা রঙ্গিন কাগজের ওয়ালমেট
হ্যালো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি আপনাদের সাথে আমার নিজের তৈরি একটি রঙিন কাগজের ওয়ালমেট বানানোর প্রক্রিয়া শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
১. হলুদ কাগজ
২. নীল কাগজ
৩. সবুজ কাগজ
৪. পেন্সিল
৫. কাঁচি
৬. আঠ
ওয়ালমেট তৈরি প্রক্রিয়া
ধাপ ১:
প্রথমে আমরা সবুজ কাগজকে গোল করে পেচিয়ে নেই।
ধাপ ২.
এরপর সবুজ কাগজকে গোল করে পেচিয়ে মোট দশটি বানিয়ে নিতে হবে।
ধাপ ৩.
ওয়ালমেট তৈরি করার জন্য সবুজ কাগজের রোলগুলো চারটি সাজিয়ে নিব। এগুলো দেখতে চতুর্ভুজ এর মত লাগবে।
ধাপ ৪.
কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে আমি হলুদ কাগজ দিয়ে সুন্দর করে ত্রিভুজ আকৃতির করে কেটে নিয়ে ফুলের পাপড়ি বানিয়ে নিব।
ধাপ ৫.
ওয়ালমেট লাগানোর জন্য হলুদ কাগজ এবং নীল কাগজের ফুলগুলো তৈরী করে নিলাম।
ধাপ ৬.
ওয়ালমেট এ লাগানোর জন্যে নীল কাগজ ও হলুদ কাগজ দিয়ে পাতা বানিয়ে নিলা।
ধাপ ৭.
ওয়ালম্যাট তৈরি করার জন্য সবুজ কাগজের রোল গুলো ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
শেষের ধাপে:
ওয়ালমেট তৈরি করার জন্য সবুজ কাগজের রোল গুলো আঠা দিয়ে ভাল করে লাগিয়ে নিলাম। এরপর আমি হলুদ কাগজ ও নীল কাগজ এর ফুলগুলো আঠা দিয়ে ভাল করে লাগিয়ে নিলাম। এরপর নীল ও হলুদ কাগজের পাতা গুলো ভালো করে আটা সাহায্যে লাগিয়ে নিলাম। আমার ওয়ালমেট তৈরি করা শেষ।
সবাইকে আমার পোষ্টে আসার জন্য ধন্যবাদ। আশা করি আমার বানানো ওয়ালমেটটি আপনাদের ভালো লেগেছে।আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম আরো পোস্ট আপনাদের উপহার দিতে পারি।
আপু আপনি তো কমিউনিটি তে পোস্ট ই করেন নি।পোস্টটি কমিউনিটিতে করতে হবে।
আপু আমার একটু ভুল হয়েছিল। এরপর থেকে আমি কমিউনিটি তে পোস্ট করব।