প্রিয় খাবার প্রিয় মানুষের সাথে - স্মৃতিগল্প ০৩
স্মৃতিগল্প ০৩
লুচি আর গরুর মাংস, আমার প্রিয় কয়েকটি খাবারের মধ্যে একটি। প্রায়ই সুযোগ হলেই আমার স্ত্রী আমার জন্য এটা রান্না করে। গত সপ্তাহে দুপুরবেলা আমার স্ত্রী গরুর মাংস রান্না করলো। এরপর রাত্রেবেলা কাজ করছি, এমন সময় দেখলাম সে ভাত রান্না করতে যাচ্ছে। আমি তাকে ডেকে বললাম রাত্রে ভাত না খেয়ে অন্য কিছু করা যায় না। তখন সে আমাকে বলল, "তোমার পছন্দের একটা খাবার করব?", আমি জিজ্ঞেস করলাম "কি করবা?"। সে আবার আমাকে জিজ্ঞেস করল "গেস করো তো কি করতে পারি।"
আমার মাথায় তখন কেমন কিছুই আসছিল না। তারপর হঠাৎ বলল লুচি বানাই। আমার তো আনন্দে জিভে জল চলে আসলো। তারপর সে আমাকে বলল "ঠিক আছে বানাবো, কিন্তু একটা শর্ত আছে, আমাকে সাহায্য করতে হবে"।
তারপর দুইজন একসাথে আটা থেকে শুরু করে লুচি ভাজা পর্যন্ত বানিয়ে ফেললাম। কাজের ব্যস্ততার কারণে একজন আরেকজনের সাথে সেভাবে গল্প বা সময় দেওয়া হয় না। এই কাজের থ্রুতে দুইজন দুইজনের সাথে অনেক গল্প হলো, আর মজা করে লুচি বানিয়ে ফেললাম।
ডিভাইস | স্যামসাং এস ২১ |
---|---|
ফটোগ্রাফার | @surzo |
লোকেশন | মিরপুর, ঢাকা, বাংলাদেশ |
আর মাংস তো আগে থেকেই রান্না ছিল। তারপর গোস গাছ করে দুইজন খুব সুন্দর করে পরিবেশন করে ফেললাম আমার প্রিয় লুচি আর গরুর মাংস। সময়টা অনেক ভালো ছিল পছন্দের খাবার পছন্দের মানুষের সাথে।