Different flower

in #differentt9 months ago

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের সবার সুস্থতা কামনা করে একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু।

20240611_185607.jpg

20240611_185558.jpg

আমি একদিন আমার বান্ধবীর বোনের বিয়ে তে গিয়েছিলাম । সেখানে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে।তাদের বাসার ছাদে উঠছিলাম ছবি তোলার জন্য। উঠে দেখি তাদের ছাদে একটি ফুল গাছ। ফুল গাছটি অনেক সুন্দর ছিল। আর তারা বাসার ছাদটি ছবি তোলার জন্য একেবারে সুন্দর ছিল পরিবেশটা সুন্দর ছিল। তার আমার ছবি তোলার পাশাপাশি আমি ফুল গাছটির ফটোগ্রাফি করতেছি। সেখান থেকে এ ফুলটির ফটোগ্রাফি শেয়ার করছি।

20240611_185549.jpg

আমি আমার বান্ধবী কে জিজ্ঞেস করলাম ফুল গাছটি তারা কোথায় থেকে আনছে। ও বলতেছে এ ফুল গাছটি তার আব্বু অনেক শক করে লাগাইছে । এটা তার আব্বু বাজার থেকে আনে লাগাইছে। ও কাছে ও ফুলটি ভালো লাগে। সে ও ঘুম থেকে উঠে সব সময় ফুলটির ফটোগ্রাফি করে । তার কাছে অনেক বেশি ভালো লাগে।

আর বিয়ে বাড়ি সবাই তাদের ছবি তোলার পাশাপাশি এ ফুলটির ফটোগ্রাফি করে। তাদের কাছে ও এ ফুল গাছটি ভালো লাগে । ভালো লাগবে না কেন এত বেশি সুন্দর এ ফুল গাছটি তাই আমাদের সবার কাছে ভালো লাগলো এ ফুল গাছটি। আমি এ ফুল গাছটি দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আমার চোখ জুড়ে গেলো ফুল গাছটি দেখে।

তাহলে বন্ধুরা আশা করি আপনাদের এ ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে । আমার এই ফুলের ফটোগ্রাফি ভালো লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু । আমি অধির আগ্রহে বসে রইলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি/ব্লগ
ফটোগ্রাফার@sky-view
ডিভাইসSamsung A-5
লোকেশনবাংলাদেশ

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ছোট করে ও আমার মত করে আমার পরিচয়

IMG-20211206-WA0035.jpg

*🥀🌹আমি আশিক। আমি ঢাকায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি দিয়ে বিদেশ চলে যাই।তারপর আর পড়া লেখা করার সুযোগ হয়নি। বর্তমানে বাংলাদেশে গাড়ির ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং সর্বোপরি আমি সবসময় আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।ধন্যবাদ সবাইকে।


5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.030
BTC 78928.12
ETH 1850.31
USDT 1.00
SBD 0.76