এই মুভিটি ডাইরেক্টর সুকুমার এবং প্রডিউসার আদিত্য বাবু।

in #dfbvc3 years ago

এই মুভিটি ডাইরেক্টর সুকুমার এবং প্রডিউসার আদিত্য বাবু। আর মিউজিক কম্পোজ করেছেন দেবী শ্রী প্রসাদ।

ছবিটির মেন অংশটা হচ্ছে দুই অনাথ শৈশব বন্ধুরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে বিপরীতে ক্যারিয়ারের পথে নেমে যায়। পরে ভাগ্য তাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় যখন দুজন একই মেয়ের প্রেমে পড়ে যায়।

দুইজন অনাথ বন্ধু একটা অনাথ আশ্রম থাকত হঠাৎ ওই দুজনের একজনকে দত্তক কিতে একটা পরিবার আসেন যাদের কোনো সন্তান নেই তখন ওই দুই বন্ধু তারা টস করে একটা কয়েন দিয়ে টস করে তারা সিদ্ধান্ত নেয় কে যাবে?

যখন কয়েন দিয়ে চেক করার পরে আরিয়া জিতে তখন আরিয়া তার বন্ধুকে সেক্রিফাইস করে শহরে গিয়ে ভালোমতো পড়াশোনা এবং মানুষ হওয়ার জন্য তাকে পাঠায় সে নিজে না গিয়ে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.030
BTC 83200.32
ETH 1945.47
USDT 1.00
SBD 0.80