ডিপ্রেশন কাটানোর ৮ উপায়

in #depression7 years ago

মন খারাপ। কোনও কাজে উৎসাহ পাচ্ছেন না। কিন্তু জমে আছে কাজের পাহাড়। কী ভাবে চটজলদি মন ভাল করবেন? বেরিয়ে আসবেন ডিপ্রেশন থেকে? জেনে নিন ডিপ্রেশন কাটানোর ৮ উপায়

১.জিমে ভর্তি হলেও ডিপ্রেশন কেটে যেতে পারে।

২.পছন্দ মতো মেকআপ করুন। মন ভাল হতে বাধ্য।

৩.মেসেজ নয়, বন্ধুর সঙ্গে ফোনে কথা বলুন। তাকে বলুন আপনার কষ্টের কথা। পরামর্শ চাইতে পারেন তার কাছ থেকে।

৪.হয়তো হাসার মতো পরিস্থিতি নেই, তবু চেষ্টা করুন হাসার। হাসি কখনো চাপ কমাতে সাহায্য করে, মেজাজ ভাল রাখে, বিষণ্ণতাকেও দূরে রাখে।

৫.নতুন কিছু করুন। নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে যান। রান্নার ক্লাসে ভর্তি হতে পারেন। আগামীকাল সকালে উঠে নতুন কী করবেন তার পরিকল্পনা করুন।

৬.ঘরে যদি কিছু করার না থাকে, তবে মন ভাল করতে হাঁটতে বেরিয়ে যান। বাইরের তাজা হাওয়া আপনার মনকে সতেজ করবে।

৭ বন্ধু-বান্ধুবী কিংবা.পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করুন। তাদের সঙ্গে মজা করুন। দেখবেন মন ভালো হয়ে যাবে।

৮.কিছুক্ষণের জন্য সোশ্য়াল ওয়ার্ল্ড থেকে বিছিন্ন হয়ে যান। বন্ধ করে দিন ফোন। কিছুটা সময় শুধুমাত্র নিজেকে দিন।Capture-2292.jpg

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 99392.00
ETH 2839.96
SBD 0.64