আমার ডেইলি রুটিনsteemCreated with Sketch.

in #dailylast year

প্রতিদিন রাতের বেলা দেরি করে ঘুমানোর কারণে সকালে উঠতেও আমার দেরি হয়ে যায়। সকালে ঘুম থেকে দেরি করে উঠে প্রথমে হাত মুখ ধুয়ে নেই। তারপরে সকালের নাস্তা করি। সকালের নাস্তা শেষ করে বসে থাকি। সারাদিন আমার হয়ে বসে কেটে যায়।

দুপুর বেলা গোসল শেষে আমি নামাজ পড়তে যাই। নামাজ শেষে আবার বাড়ি চলে আসি। বাড়িতে এসে খেলা দেখতে বসে। আজকে ভারত ও আফ্রিকার খেলা ছিল। ভারত আমার পছন্দের একটি দল। তাই সম্পূর্ণ খেলাটি আজকে দেখার জন্য বসেছিলাম৷ ভারত টসে জিতে ব্যাটিং নিয়েছিলো। তাই আমার অনেক ভালো লেগেছে। ভারত প্রথমে অনেক ভালো খেলতেছিল। প্রথমে খেলা দেখে মনে হচ্ছিল যে তারা ওয়ানডে খেলতে নামেনি। তারা টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছে। প্রথম ১০ ওভারেই তারা ৯১ রান করে ফেলেছিল। ১০ ওভার খেলা দেখে মনে হয়েছিল যে আজকে ৪০০ রান প্লাস হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত আর ৪০০ রান হয়নি। শেষ পর্যন্ত ৩২৬ রান হয়েছিলো।

বিকাল বেলা আসরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষে বাড়িতে এসেছিলাম। তারপর খেলা দেখেছি। সন্ধ্যার সময় মাগরিবের আজান দিলে মাগরিবের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষে বাড়িতে এসে আবার খেলা দেখতে বসেছে।

রাতের বেলা আমি। দুধ কলা দিয়ে ভাত খেয়েছি এরপর আমি দাঁত ব্রাশ করেছি। তারপরে এশার নামাজ আদায় করেছি। এখন বসে বসে টিভিতে নাটক দেখতেছি।

20231106_005800.jpg

20231106_005759.jpg

20231106_005801.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23