Sky view

in #cv2 years ago

হ্যালো বন্ধুরা
আরোহী এখানে,

আশা করি আপনাদের সবার জীবনে ভালো দিন কাটছে।।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশা করি আপনারা অবশ্যই আমার আগের পোস্টটি পছন্দ করবেন।😁 আমি এখানে আমার আজকের পোস্ট শেয়ার করতে এসেছি তাই আর দেরি না করে শুরু করা যাক। আশা করি এই ছবিগুলো আপনার ভালো লাগবে।নিচে ফটোগ্রাফি গুলার ছবি দিয়ে এদের একটু বিবরণী দেওয়া হলো;



IMG_20221221_103613.jpg

IMG_20221221_103622.jpg

IMG_20221221_103630.jpg

আপনি ফটোগ্রাফির দৃশ্য দেখতে পারেন, এই দৃশ্যগুলি আমার সাথে নেওয়া কিছু সুন্দর দৃশ্য। স্কাই বিউটি সিন আমি কয়েকদিন আগে আমাদের বাসার ছাদে গিয়ে দেখেছিলাম পরের সুন্দর জিনিসটা। তারপর ভাবলাম যেহেতু ফটোগ্রাফি নেই তাই কিছু ফটোগ্রাফি রাখলাম। পরে আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি এই ছবিগুলো আমাদের ক্যামেরায় বন্দী করেছি এবং পরে আপনাদের সাথে শেয়ার করেছি।

এখন শীত চলছে আর আকাশ একটু মেঘলা। কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই মাঝে মাঝে কুয়াশার মতো ভেসে বেড়ায় মেঘ। আমি এই দৃশ্যটি খুব বিরক্তিকর বলে মনে করি কারণ আমি কখনই এই ধরনের ফটোগ্রাফি করি না। বিশেষ করে যদি আকাশে হালকা মেঘের আনাগোনা না হয়। তাই ফটোগ্রাফির অভাবে আমি আর কখনোই করিনি এই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করা শুরু করলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আশা করি ছবিগুলো আপনার ভালো লাগবে।


THANK YOU FOR STOPPING BY!




Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96354.70
ETH 2806.15
SBD 0.67