ফুফাতো বোনের মেয়ে

in #cutebabylast year

এটা আমার ফুফাতো বোনের মেয়ে।
সে দেখতে অনেক সুন্দর তাকে সবাই ভালোবাসে।
আমি কাছে গেলেই সে আমার কাছে ছুটে আসে। ওর নাম সাওফা। সাওফার মা একজন ডাক্তার সারাদিন সে বাসায় একা একা থাকে। যেই বাসায় আসে সবাইকে জড়িয়ে ধরে। একা একা থাকতে সে ভয় পায় কিন্তু বাসায় যখন সবাই আসে সে অনেক আনন্দ করে। আমরা সবাই তাকে ভালবাসি সবাই তাকে অনেক আদর করি। আপনারা সাওফার জন্য দোয়া করবেন সে যেন একজন ভালো মানুষ হতে পারে। তার মায়ের ইচ্ছা সে ডাক্তার হবে। সেজন্য সবাই দোয়া করবেন সে যেন ভাল মানের একজন ডাক্তার হতে পারে।

IMG20231105221315.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96328.68
ETH 2809.86
SBD 0.67