যুদ্ধ নয় শান্তি চাই
ক্যানভা দ্বারা তৈরি করা হয়েছে
যদিও এসবই ফাঁকা বুলি। আমেরিকা ছাড়া ইসরাইলের আসলে টিকে থাকার কোন পথ নেই। আর ইজরাইল কর্তৃপক্ষ ভালোভাবে জানে আমেরিকা তাদেরকে সব সময় সাপোর্ট করে যাবে। কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার নিয়ন্ত্রণ টিকিয়ে রাখার জন্য ইজরাইলকে আমেরিকার খুবই প্রয়োজন। এই কারণে আমেরিকা সবসময় ইজরাইলের সমস্ত রকম অনৈতিক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করে। যাই হোক আজকে সকালে প্রথমে ইউটিউব এর মারফত জানতে পারলাম ইরান ইজরাইলে হামলা করেছে। বেশ কিছু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তারা ইসরাইলের উদ্দেশ্যে উৎক্ষেপণ করেছে। যদিও সেগুলোর বেশিরভাগই ইসরাইল তাদের আকাশ সীমায় ঢোকার আগেই ধ্বংস করতে সক্ষম হয়। অবশ্য এই ব্যাপারে তাদেরকে আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী সহায়তা করেছে। দু একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের অভ্যন্তরে আঘাত হানলেও সেখানে তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর পর পরই আরেকটি নিউজে দেখলাম জাতিসংঘের নিয়োজিত ইরানি দূত তিনি জানিয়েছেন এবারের মতো ইরানের জবাব দেয়া হয়ে গিয়েছে। তারা আর এই বিষয় নিয়ে আগাতে চায় না।
এই খবরটা দেখার পর বেশ স্বস্তি বোধ করছি। কারণ যুদ্ধ কখনোই কাম্য নয়। যদিও মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যেখানে যুদ্ধই একমাত্র সমাধান। যাই হোক মধ্যপ্রাচ্যে যুদ্ধ হলে সারা পৃথিবীতে একটা অস্থির অবস্থার তৈরি হয়। সারা পৃথিবীর জিনিসপত্রের দাম বেড়ে যায়। কারণ সবকিছুর সাথে জ্বালানি তেল সম্পৃক্ত। পৃথিবীতে যতো পন্য পরিবহন হয় তার সিংহভাগ হয় সমুদ্রপথে। আর এই সমুদ্রপথে জাহাজগুলোর প্রচুর পরিমাণ জ্বালানি খরচ হয়। এই জ্বালানির দাম যখন বেড়ে যায় তখন এমনিতেই দ্রব্যমূল্য অনেক বেড়ে যায়। সেই কারণে অন্য আর সবার মত আমারও চাওয়া যে কোনোভাবেই হোক যেনো যুদ্ধ পরিস্থিতি এড়িয়ে শান্তি স্থাপিত হয়। যুদ্ধক্ষেত্রে নয় সমস্যা সমস্ত সমস্যার সমাধান হোক আলোচনা টেবিলে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আসলে সবাই চায় একটা স্বাভাবিক জীবন যাপন করতে তবে সাম্প্রতিক মধ্যে প্রাচীরের কিছু ঘটনা বিষয়টা অস্থিতিশীল করেছে। সবাই চায় সবকিছু স্বাভাবিক হয়ে যুদ্ধ বিরতি নেমে আসুক কারণ কোন দেশের ক্ষেত্রেই যুদ্ধ কখনো সফলতা বয়ে আনে না।
খুবই চমৎকার বিষয় তুলে ধরেছেন আপনি। যুদ্ধ সমাধান নয় বরং মানবতার ধ্বংস। ইরান এবং ইসরাইলের যুদ্ধ যদি শুরু হয় তাহলে এটার প্রভাব পৃথিবীব্যাপি হবে। ইসরাইলকে সমর্থন দিবে আমেরিকা। আপনার পোষ্টের মাধ্যমে এটা জেনে ভালো লাগলো যে, ইরান ইজরাইলে হামলা চালাবে না আর। যদি যুদ্ধ চলমান থাকে তাহলে দ্রব্যমূল্যের দাম সহ সব কিছুর দাম আবার বৃদ্ধি পাবে। আপনার সাথে একমত পোষণ করে বলছি, যুদ্ধের মাধ্যমে নয় টেবিল টকের মাধ্যমে সকল কিছু সমাধান হোক।