কারা এই ক্রিপ্টো কারেন্সির নিয়ন্ত্রক?


ক্রিপ্টোকারেন্সি হল সেই মাধ্যম যা ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে লেনদদেন করে থাকে!
এটি ট্রিলিয়ন ডলারের বিশাল একটি ইন্ডাস্ট্রি! এ ব্যাপারে আগেই অনেক আলোচনা করেছি!
এই ক্রিপ্টোকারেন্সির সবকিছুই এনক্রিপ্টেড থাকে বলে কারা কিভাবে নিয়ন্ত্রণ করছে তা পর্দার আড়ালে থেকে যায়!

কোনো কোম্পানি এর পরিচালনা করছে সব কিছুই থাকে গোপন!
তাহলে ক্রিপ্টো কারেন্সির নিয়ন্ত্রক কারা?
ক্রিপ্টোকারেন্সির নিয়ন্ত্রক হচ্ছে :

১) ক্রিপ্টো মাইনার
২) লেনদেন সুবিধা প্রদান কারী
৩) ট্রেডার
৪) ব্যাবসায়ি
৫) ক্রেতা
৬) বিক্রেতা
৭) এবং সাধারণ জনগণ যারা এটিকে পেমেন্ট হিসেবে ব্যবহার করে।
মূল কথা হলো লেনদেন!
যত বেশি লেনদেন,তত বেশি সফলতা!
এর মধ্যে একটি মাত্র ফ্যাক্টর এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে কারেন্সিটির পরিচালক দের হাতে!
তারা যত সুবিধা দিবে তত গ্রাহক আকৃষ্ট হবে!
আর সেই ফ্যাক্টর গুলোর নাম্বার বা পরিমান কারেন্সিটির সফলতা বর্ণনা করবে
সেই পরিচালক বা এডমিন যত বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে তত বেশি নাম্বার বৃদ্ধি পাবে!
তত বেশি মাইনার বাড়বে, ক্রেতা বাড়বে,বিক্রেতা বাড়বে,ট্রেডার রা উৎসাহী হবে, পেমেন্ট দিতেস এটি ব্যবহার করবে!
লেনদেন বাড়বে। 

তো এদিক হোক আর ওদিক!কম বেশি সকল ক্রিপ্টোকারেন্সি
ডেভেলপ হচ্ছে এই মানুষের মধ্য দিয়ে!
অনেক বেশি মানুষ,অনেক প্রমোশন,অনেক মার্কেটিং এর মাধ্যমেই কয়েনগুলো সফল হফে পেরেছে!
সফল কোনো কারেন্সি দেখলে হয়ত ভেবে বসবেন সেটি তার নামের মধ্য দিয়ে সফল হয়ে বসে আছে!
কিন্তু তার পিছনে পর্দার আড়ালে থাকা কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম সেই এনক্রিপশনের মধ্য দিয়ে লুকায়িত থাকবে!
DeepOnion ও ভিন্ন নয়!
সেও মানুষের মধ্য দিয়ে সফল হয়েছে,তার মোডারেটর গুলো দিন রাত খেটে মরছে!
আর এই কমিউনিটিরর মেম্বার সংখ্যা এখন ১১০০০।
তাহলে বুঝতেই পারছেন কেন কয়েন্টি সফল?

গত কিছু মাসে অনিয়নের সফলতা হুট করে হয়ে বসে নি,এর পেছনে ছিল মানুষ গুলির ৭মাসের পরিশ্রম এবং বছরের প্লানিং!
গুছিয়ে বলতে একটু কাচা!
কিছু না বুঝে থাকলে কমেন্ট করুন,সর্বোচ্চ চেষ্টা করব!
সেই পরিশ্রমি মানুষ গুলোকে সালাম! তার মধ্যে কিন্তু আমি এবং আপনিও আছেন!

শুভকামনা সবাইকে!

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.038
BTC 104819.48
ETH 3309.71
SBD 4.46