DEVIL´S DRAGON টোকেন পরিচিতি

in #cryptocurrency4 years ago

DEVIL´S DRAGON একটি ইথেরিয়াম নেটওয়ার্ক বা ERC-20 টোকেন। DEVIL´S DRAGON এর তথ্য মতে এটিকে একটি ভিডিও ও অন্যান্য কনটেন্ট শেয়ারিংয়ের জন্য ডেভলপ করা হচ্ছে। এদের মূল টার্গেট হচ্ছে এ্যডাল্ট মাল্টিমিডিয়া নিয়ে। এর সাংকেতিক নাম হচ্ছে DDGN ।

DEVIL´S DRAGON এর ফিচারস সমূহ:

DDGN ফিয়েট কারেন্সির সাথে ERC-20 নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন করা যাবে।

DDGN কনটেন্ট তৈরির যেমন- ভিডিও তৈরির একটি প্লাটফর্ম। যার মাধ্যমে আর্নিং করার সুযোগ থাকবে।

এছাড়া আর্নিং বৃদ্ধির জন্য পরবর্তীতে লাইভ ব্রডকাস্ট, ফোরাম পোষ্টিং ইত্যাদি সহকারে অন্যান্য সুবিধা যোগ করা হবে।

একটি ডেটিকেটেড ভিডিও প্লাটফর্ম

আমি আগেই বলেছি, DEVIL´S DRAGON এর মূল কনসেপ্ট হচ্ছে একটি ডেটিকেটেড ভিডিও প্লাটফর্ম। এই প্লাটফর্ম ক্রিপ্টোকারেন্সি ব্যকেড এবং ব্লকচেইন সাপোর্টেড একটি স্বাধিন সাইট যেখানে ক্রিয়োটরদের নিজস্ব একটি ওয়ালেট থাকবে, যার মধ্যমে আর্নিং বা এড্যভার্টাইজে ব্যবহার করতে পারবে।

পরবর্তীতে এই প্লাটফর্মে ERC721 ব্যবহারের মধ্যে আরো দ্রুততর এবং ইউনিক করা যায় তার লক্ষ্য নিধারন করা হয়েছে।

তাদের রোড ম্যপ অনুযায়ী
Alpha Version in Q4 2020
Beta Version Live in Q1 2021

কন্টেন্ট ডিলিভারি ক্রাউডফান্ডিং নেটওয়ার্ক

আমরা যারা সাধারন অন্ন্যান্য প্লাটফর্ম যেমন- ফোরাম সাইটে লিখা লিখি করি তার জন্য একটু লাইক কমেন্ট এই পেয়ে থাকলে আমাদের সকল ক্রিয়োটরদের একটা বাড়তি উৎসাহ যোগায়। প্রকৃত পক্ষে, ফোরামে লিখা লিখি করার দ্বারা যদি লাইক, কমেন্ট ইত্যাদির পাশা পাশি কিছু রেভিনিউ পেয়ে থাকলে খুব একটা মন্দ হয়না।

জি হ্যাঁ, আপনার কনটেন্ট থেকে আপনি DEVIL´S DRAGON এর প্লাটফর্ম ব্যবহার করে নির্দিষ্ট পরিমান রেভেনিউ পেয়ে থাকবেন। যেমন আপনার শেয়ার কৃত ভিডিও এর ভিউ থেকে রেভিনিউ পেয়ে থাকবেন যা আপনার ওয়ালেটে জমা হয়ে থাকবে।

DDGN টোকেন ডিস্ট্রিবিউশন

DDGN এর টোটাল টোকেন সাপ্লাই ১৮০,০০০,০০০ । এর মধ্যে প্রাইভেট সেলে ৫% বিক্রয় করা হবে, আর এর মধ্য হতে অবিক্রিত কোন টোকেন থেকে থাকলে তা বার্ন করে দেওয়া হবে। ৫৫% রাখা হয়েছে ক্রউড বা পাবলিক সেলের জন্য এবং এর মধ্য হতে অবিক্রিত টোকন গুলোও বার্ন করে দেওয়া হবে। এছাড়া টিম এবং পার্টনারস্‌দের জন্য ৯%, রিজার্ভ রাখা হবে ৬%, ইকোসিষ্টেমের জন্য ১৮% , ডেভলপিং এর জন্য ২%, ফাউন্ডারের জন্য ৪% এবং ভবিষৎ যেকোন প্রকার ডেভলপিং এর জন্য ১% ধরা হয়েছে।

আগমী ১৫/০৮/২০২০ তারিখ থেকে প্রাইভেট সেল শুরু হবে যা চলতে থাকবে ৩১/০৮/২০২০ তারিখ পর্যন্ত।

এছাড়া বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন DEVIL´S DRAGON এর ওয়েবসাইটে।

ওয়েবসাইটের ঠিকানা: https://www.devilsdragon.com/
টুইটার: https://twitter.com/dragon_devils

ফেসুবক: https://fb.me/devilsdragonofficial

টেলিগ্রাম: http://t.me/devlisdragon_official

রেডিট: https://www.reddit.com/user/DevilsDragon

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 99331.95
ETH 3298.98
USDT 1.00
SBD 3.05