আমার প্রিয় খেলা ক্রিকেটsteemCreated with Sketch.

in #cricket7 years ago

আমার নাম মনির‌। আমি খেলতে অনেক পছন্দ করি। আমার প্রিয় খেলা ক্রিকেট। প্রতিদিন সকালে ওঠার পর ইস্কুলে যাই। সেখানে গিয়ে ভাবতাম কখন ইস্কুল ছুটি হবে। আর আমি খেলতে যাবো। যখন ইস্কুল ছুটি হয়। তখন আমি বাসায় গিয়ে বই রেখে তাড়াতাড়ি মাঠে চলে যাই।

সেখানে গিয়ে দেখি কেউ নাই। আমি সবার আগে এসেছি আমি ছাড়া সেখানে আর কেউ নেই। আমি খেলার জন্য এতো পাগল ছিলাম যে সবসময় সবার আগে আমি মাঠে যেতাম।

সবাই আমার পরেই আসতো। তারপর আমার খেলা শুরু করে দিতাম। আমি সবার আগে ব‍্যাটিং করতাম। images.jpeg

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.033
BTC 97140.79
ETH 2635.61
USDT 1.00
SBD 5.07