বাংলাদেশ ক্রিকেট দলsteemCreated with Sketch.

in #cricketlast year

ক্রিকেট বাংলাদেশের একটি অতি জনপ্রিয় খেলা। বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন। বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ভারতের বিশ্বকাপ খেলতে গেছেন। বাংলাদেশ ক্রিকেট দল তিনটি ম্যাচ খেলেছেন তার মধ্যে একটি ম্যাচ জিতেছে এবং দুটি ম্যাচ হারছে। বাংলাদেশ ক্রিকেট দলের সাপোর্ট করি না। বাংলাদেশের ক্রিকেট টিমের রাজনৈতিক ষড়যন্ত্র চলতেছে৷ বাংলাদেশের ভালো প্লেয়ারদের নাম দেওয়া হয় না। তামিমকে প্রথম তিন ম্যাচে নেওয়া হয় নাই। মধুর লাগে লাস্ট ম্যাচে সবার শেষে নামানো হয়েছে। আজব কথা অনুসারে তাকে ৫ নাম্বার এবং ৬ নাম্বার জায়গায় খেলানো উচিত ছিল। বাংলাদেশের পুরাতন প্লেয়ারদের তেমন দাম দেওয়া হয় না। বাংলাদেশের বর্তমান দুইজন ওপেনার এর মধ্যে একজন একদম বাজে খেলেন৷ বাংলাদেশ বোরিং ভালো করলে বেডিং খারাপ করে ব্যাটিং ভালো করলে বলেন খারাপ করে। বাংলাদেশের বলে ময়না ভালো আছে কিন্তু বেটিং এর অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবেনা। সাকিবুল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট টিম কতটা ভালো খেলতে পারে না যতটা লিটন দাসের ক্যাপ্টেন্সির মধ্যে খেলতে পারে। বাংলাদেশ এরপর স্টেডিয়ামে অনেক ভালো খেলে। বাংলাদেশের জন্য মিরপুর স্টেডিয়াম তাদের লাক৷ মিরপুরে বাংলাদেশ অনেক কয়টি সিরিজ জিতেছিলো। বর্তমানে বাংলাদেশের ক্রিকেট টিমের অবস্থা নাজুক৷ তাদের পক্ষে কোন বড় টিমের সাথে যে তা কখনোই সম্ভব নয়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82053.77
ETH 1874.93
USDT 1.00
SBD 0.79