আফগানদের জয়যাত্রা থামিয়ে ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা।

in #cricket8 days ago

আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন।

IMG_2099.jpeg

IMG_2098.jpeg

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা। দুই দলের সামনেই প্রথমবারের মতো বৈশ্বিক কোন টুর্নামেন্টের ফাইনাল খেলার হাতছানি ছিল। ইতিহাস গড়তে পারল না আফগানিস্তান। চোকার্স তকমা কাটিয়ে ইতিহাস করে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা।

IMG_2051.jpeg

IMG_2161.jpeg

গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে এর সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক রাশিদ খান। দুই দলই তাদের একাদশে কোন পরিবর্তন করেনি। ইনিংসের প্রথম ওভারেই প্রোটিয়া ফার্স্ট বোলার মার্কো জ্যানসেনের শিকার হয়ে শূন্য রানে প্যাভিলিয়ানে ফিরে যান ইনফর্ম আফগান ওপেনার রহমানউল্লাহ গুরুবাজ। তিনি টুর্নামেন্ট জুড়েই দারুন ফার্মে ছিলেন। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী এই আফগান ওপেনার।

IMG_2114.jpeg

IMG_2122.jpeg

ওয়ান ডাউন পজিশনে ব্যাট করতে নামের আরেক আফগান হার্ড হিটার গুলবাদিন নাইব। তিনিও আফগানদের হতাশ করে মার্কো জ্যানসেনের বলে দ্রুত আউট হয়ে প্যাভেলিয়ান এ ফিরে যান। গুরুত্বপূর্ণ ম্যাচে চাপে পড়ে যায় আফগানিস্তান। সেই চাপ সামলে উঠতে পারেনি আফগানিস্তান।প্রোটিয়াদের বোলিং তাণ্ডবে দিশেহারা আফগান ব্যাটিং লাইন আপ। তাসের ঘরের মতো ভেঙে যায় আফগানদের টপ অর্ডার এবং মিডিল অর্ডার। পাওয়ার প্লে শেষে আফগানদের সংগ্রহ পাঁচ উইকেটে ২৮ রান।

IMG_2126.jpeg

IMG_2127.jpeg

IMG_2128.jpeg

IMG_2132.jpeg

এদিন আফগানিস্তানের কোন ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি আফ্রিকানদের বোলিংয়ের সামনে। ইনিংস সর্বোচ্চ ১০ রান করেন আজমতুল্লাহ ওমরজাই।১১ ওভার ৫ বলে ৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জ্যানসেন ও তবরেজ শামসি ৩ টি করে উইকেট পান। কাগিসো রাবাদা ও আনরিক নরকিয়া সমান ২ টি করে উইকেট নেন। ইতিহাস গড়তে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৫৭ রান।

IMG_2172.jpeg

IMG_2177.jpeg

IMG_2176.jpeg

IMG_2173.jpeg

IMG_2117.jpeg

IMG_2178.jpeg

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ফাজল হক ফারুকীর বলে সরাসরি বোল্ট আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক।প্রোটিয়া অধিনায়ক এইডেন মারকাম ও রেজা হেন্ড্রিক্স এই দুইজনের অপরাজিত ৫৫ রানের পার্টনারশিপে নয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

IMG_2030.jpeg

IMG_2033.jpeg

IMG_2041.jpeg

IMG_2040.jpeg

এই জয়ে ইতিহাস করল দক্ষিণ আফ্রিকা এবং সেই সাথে চোকার্স তকমা কাটালো দক্ষিণ আফ্রিকা। অভিনন্দন দক্ষিণ আফ্রিকাকে‌। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যাওয়ার জন্য। সেই সাথে আফগানিস্তান কেউ অভিনন্দন। তারা পুরো টুর্নামেন্ট জুড়ে দারুন ক্রিকেট খেলেছে।

IMG_2075.jpeg

IMG_2087.jpeg

IMG_2052.jpeg

ফলাফল: দক্ষিণ আফ্রিকা নয় উইকেটে জয়ী।

IMG_2051.jpeg

প্লেয়ার অব দ্য ম্যাচ:মার্কো জ্যানসেন। তিন ওভার বল করে ১৬ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়েছেন।

IMG_2062.jpeg

IMG_2065.jpeg

প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

I use for photography and work:

মোবাইলI phone 12 pro max
ফটোগ্রাফার@najmulislam10
লোকেশনঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলাবাহিরে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56446.21
ETH 2966.07
USDT 1.00
SBD 2.17